‘আমি আপনার জামাইবাবু’
আইসিসি টি-২০ বিশ্বকাপে শনিবার রাতে মুখোমুখি হয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারত ও পাকিস্তান। এ উপলক্ষে ম্যাচের ভেন্যু কলকাতার ইডেন গার্ডেন মুখরিত হয়েছে বলিউড কিং অমিতাভ বচ্চন কিংবা পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খানের মতো কিংবদন্তি মানুষদের পদচারণে।
কলকাতার ইডেনের মাঠে তাঁদের বিশেষভাবে সম্মাননাও দেওয়া হয়েছে। আনুষ্ঠানিকভাবে তাঁদের এই সম্মাননা দিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সম্মাননা পাওয়া এই কিংবদন্তিদের তালিকায় অমিতাভ বচ্চন, ইমরান খান ছাড়াও ছিলেন ভারতের ব্যাটিং গ্রেট সুনীল গাভাস্কার, ছিলেন পাকিস্তানের দুই পেস কিংবদন্তি ওয়াসিম আকরাম ও ওয়াকার ইউনুস এবং ভারতের দুই ব্যাটিং কিংবদন্তি শচিন টেন্ডুলকার ও বিরেন্দর সেবাগ।
সম্মাননা অনুষ্ঠানটির আয়োজন করেছিল ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি)। শুভেচ্ছা বক্তব্যে সবাইকে অভিনন্দন জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কলকাতায় আমন্ত্রণ থাকবে সব সময়। এখানে ক্রিকেটের নিরাপত্তার বিঘ্ন কখনোই হবে না।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন। বক্তব্যের শুরুতে ‘আমি আপনার জামাইবাবু’ বলে নিজেকে কলকাতার জামাই হিসেবে উল্লেখ করেন অমিতাভ বচ্চন। এ ছাড়া এই ঐতিহাসিক মাঠে ক্রিকেট উপভোগ্য হবে বলেও আশা প্রকাশ করেন বলিউডের এই কিংবদন্তি অভিনেতা।
পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ইমরান খান তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে পাকিস্তান ক্রিকেট দলকে শুভকামনা জানান এবং ইডেনে পাকিস্তানিরা তাদের জয়ের রেকর্ড অক্ষুণ্ণ রাখবে বলে আশা প্রকাশ করেন। অন্যদিকে, শচিন টেন্ডুলকার তাঁর বক্তব্যে ভারতীয় দলের শুভকামনা করার পাশাপাশি শহীদ আফ্রিদির নেতৃত্বাধীন পাকিস্তান ক্রিকেট দলকে ভারতের মাটিতে স্বাগত জানান।
সংক্ষিপ্ত এই অনুষ্ঠানে গান পরিবেশন করেছেন অমিতাভ বচ্চন ও পাকিস্তানি গায়ক শাফকাত আলী। অমিতাভ গেয়েছেন ভারতের জাতীয় সঙ্গীত। শাফকাতের কণ্ঠে ছিল পাকিস্তানের জাতীয় সঙ্গীত।