ভালোবাসায় অভিভূত টেন্ডুলকার
শনিবার ভারত-পাকিস্তান ম্যাচের অন্যতম আকর্ষণ ছিলেন শচীন টেন্ডুলকার। ইতিহাসের সফলতম ব্যাটসম্যান ‘হাইভোল্টেজ’ ম্যাচটি দেখার জন্যই মুম্বাই থেকে এসেছিলেন কলকাতায়। ইডেন গার্ডেন্সের দর্শকরা তো বটেই, ম্যাচশেষে বিজয়ী ভারতীয় দলের সদস্যরাও উচ্ছ্বাস প্রকাশ করেছেন টেন্ডুলকারকে নিয়ে। ভারতের জয়ের নায়ক বিরাট কোহলি তো অর্ধশতকের পর মাথা নুইয়ে অভিবাদন জানিয়েছেন তাঁকে। এত ভালোবাসা পেয়ে ভারতের ‘ক্রিকেট-ঈশ্বর’ অভিভূত।
খেলাশেষে একটা সেলফি তুলে ই্নস্টাগ্রামে পোস্ট করেছেন টেন্ডুলকার। ছবিতে তাঁর সঙ্গে ইডেনের দর্শকের একাংশ। ছবির সঙ্গে এই ব্যাটিং-কিংবদন্তি লিখেছেন, ‘দুর্দান্ত জয় টিম ইন্ডিয়া। অসাধারণ ইনিংস ও সম্মান প্রদর্শনের জন্য বিরাট কোহলিকে ধন্যবাদ। খেলাশেষে ড্রেসিং রুমে ফেরার সময় টিম ইন্ডিয়ার সদস্যরা আমার উদ্দেশে হাত নাড়ছিল। মনে হচ্ছিল আমি কখনোই দল ছেড়ে চলে যাইনি।’
২০১৩ সালের নভেম্বরে ক্রিকেট থেকে অবসর নেওয়া টেন্ডুলকার ইডেনে একটাই ওয়ানডে খেলেছিলেন পাকিস্তানের বিপক্ষে। ২০০৪ সালের নভেম্বরে বিসিসিআইয়ের প্ল্যাটিনাম জুবিলি উপলক্ষে আয়োজিত সেই ম্যাচে সালমান বাটের দুর্দান্ত শতক জয় এনে দিয়েছিল পাকিস্তানকে। অবশ্য ইডেন গার্ডেন্সে সীমিত ওভারের ক্রিকেটে ভারত আগে কখনোই পাকিস্তানকে হারাতে পারেনি। ক্রিকেটের নন্দন-কাননে ওয়ানডেতে চারটি মুখোমুখি লড়াইয়ের সবগুলোতেই হেরে গিয়েছিল স্বাগতিক। অবশেষে কোহলির চমৎকার ইনিংসের সৌজন্যে জয় পেয়ে টেন্ডুলকার দারুণ খুশি।