সবার আগে সেমিফাইনালে নিউজিল্যান্ড
প্রথম দুই ম্যাচে ভারত ও অস্ট্রেলিয়াকে হারিয়ে শেষ চারের পথে অনেকখানি এগিয়ে গিয়েছিল নিউজিল্যান্ড। আজ নিজেদের তৃতীয় ম্যাচে পাকিস্তানকে ২২ রানে হারিয়ে এবারের বিশ্বকাপের প্রথম দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছে কিউইরা। ১৮১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ১৫৮ রানে থেমে গেছে পাকিস্তানের ইনিংস।
শুরুটা অবশ্য দারুণভাবেই করেছিলেন পাকিস্তানের দুই ওপেনার সারজিল খান ও আহমেদ শেহজাদ। প্রথম ৩৩ বলে যোগ করেছিলেন ৬৫ রান। এর মধ্যে ৪৫ রানই এসেছিল সারজিলের ব্যাট থেকে। কিন্তু ষষ্ঠ ওভারে সারজিল আউট হওয়ার পরেই পথ হারায় পাকিস্তান। রান সংগ্রহের গতি কমে যায় অনেকখানি। ৮ ওভার শেষে পাকিস্তানের স্কোর ছিল ৭৯/১। পরের পাঁচ ওভারে পাকিস্তান সংগ্রহ করেছে মাত্র ২৫ রান। হারিয়েছে দুটি উইকেট। ১৩তম ওভারে আউট হওয়ার আগে ৩০ রান করেছেন শেহজাদ।
শেহজাদ আউট হওয়ার পর চাপের মুখে ব্যাট করতে নেমে আশা জাগিয়েছিলেন অধিনায়ক শহীদ আফ্রিদি। কিন্তু তিনিও খুব বেশিক্ষণ থাকতে পারেননি উইকেটে। ১৬তম ওভারের প্রথম বলে আউট হয়েছেন ৯ বলে ১৯ রান করে। আফ্রিদি আউট হওয়ার পরেই প্রায় নিশ্চিত হয়ে যায় পাকিস্তানের হার। শেষপর্যায়ে উমর আকমলের ২৪ ও শোয়েব মালিকের ১৫ রানের ইনিংস দুটি পাকিস্তানের হারের ব্যবধানই শুধু কমাতে পেরেছে। শেষ পাঁচ ওভারে একটি বাউন্ডারিও হাঁকাতে পারেননি পাকিস্তানের ব্যাটসম্যানরা। নিউজিল্যান্ডের পক্ষে দারুণ বোলিং করে দুটি করে উইকেট নিয়েছেন মিচেল সান্টনার ও অ্যাডাম মিল্ন।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ওপেনার মার্টিন গাপটিলের ৪৮ বলে ৮০ ও রস টেলরের ৩৬ রানের ইনিংসে ভর করে স্কোরবোর্ডে ১৮০ রান জমা করেছিল নিউজিল্যান্ড।