বাফুফের নির্বাচন ৩০ এপ্রিল

Looks like you've blocked notifications!

দেশের ফুটবল এখন অনেকটাই স্তিমিত। কিন্তু নতুন করে সরগরম হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচন নিয়ে। গত কিছুদিন থেকে এপ্রিলের শেষ অথবা মে মাসের শুরুর দিকে বাফুফের এই নির্বাচন হওয়ার একটা জোর গুজব শোনা গিয়েছিল।

বৃহস্পতিবার বাফুফের নির্বাহী কমিটির সভায় সিদ্ধান্ত হয়েছে, নতুন নির্বাচন আগামী ৩০ এপ্রিল। গঠন হয়েছে নির্বাচন কমিশনও।

প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব দেওয়া হয়েছে সাবেক আমলা মেজবাহউদ্দিন আহমেদকে। তিনি বাফুফের গত নির্বাচনেও একই দায়িত্বে ছিলেন। তাঁর অধীনে থাকা আরো দুই নির্বাচন কমিশনার হলেন- মাহফুজুর রহমান সিদ্দিকী ও আতিকুর রহমান খান।

বাফুফের এই নির্বাচন হয় চার বছর পরপর। গত দুটি নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছিলেন সাবেক তারকা ফুটবলার কাজী সালাউদ্দিন। এবারও তিনি সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

অবশ্য গতবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন সালাউদ্দিন। এবার প্রবল প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হতে পারেন তিনি। তাঁর বন্ধু শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের সভাপতি মনজুর কাদের হতে পারেন সভাপতি পদে আরেক প্রর্থী। এই পদে প্রার্থী হওয়ার আগ্রহ সাবেক ফুটবলার গোলাম রাব্বানী হেলালেরও।