কোহলিদের কোচ হচ্ছেন রাহুল দ্রাবিড়?
ভারতের বর্তমান ক্রিকেট দলের অনেকের সঙ্গেই খেলেছেন রাহুল দ্রাবিড়। ২০১২ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়ের আগে ধোনি-কোহলি-সুরেশ রায়নারা ছিলেন দ্রাবিড়ের সতীর্থ। এবার ধোনি-কোহলিদের ‘গুরু’ও হয়ে যেতে পারেন ভারতের এই কিংবদন্তি ব্যাটসম্যান। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, দ্রাবিড়কে কোচ হিসেবে পাওয়ার চেষ্টা চালাচ্ছে দেশটির ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
কোচিং ক্যারিয়ারটা অবশ্য এক বছর আগেই শুরু করে দিয়েছেন দ্রাবিড়। সাবেক তিন সতীর্থ শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলি ও ভিভিএস লক্ষণকে নিয়ে গঠিত বিসিসিআইয়ের বিশেষ পরামর্শক কমিটির অনুরোধে ভারতের ‘এ’ দল ও অনূর্ধ্ব-১৯ দলের কোচের দায়িত্ব নিয়েছিলেন দ্রাবিড়। এবার তাঁকে দেখা যেতে পারে মূল দলের কোচ হিসেবেও।
২০১৫ সালে ডানকান ফ্লেচার বিদায় নেওয়ার পর নতুন করে কাউকে কোচের দায়িত্ব দেয়নি ভারতীয় ক্রিকেট বোর্ডে। টিম ডিরেক্টর রবি শাস্ত্রীই অস্থায়ীভাবে পালন করছিলেন কোচের দায়িত্ব। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপের পর শাস্ত্রীর সঙ্গে সেই চুক্তির মেয়াদও শেষ হয়েছে বিসিসিআইয়ের। শাস্ত্রীকে কোচ হিসেবে বিবেচনাও করছে না ভারতের ক্রিকেট বোর্ড। নতুন কোচ হিসেবে দ্রাবিড়ের সঙ্গে এরই মধ্যে যোগাযোগও করা হয়েছে বিসিসিআইয়ের পক্ষ থেকে। দুই পক্ষ রাজি হলে ২০১৯ সালের বিশ্বকাপ পর্যন্ত ভারতের কোচ হিসেবে দেখা যেতে পারে দ্রাবিড়কে।
১৯৯৬ থেকে ২০১২ সাল পর্যন্ত ভারতের পক্ষে ১৬৪টি টেস্ট খেলে ১৩২৮৮ রান করেছিলেন দ্রাবিড়। ৩৪৪টি ওয়ানডে খেলে করেছিলেন ১০৮৮৯ রান। ২০১১ সালে একটি টি-টোয়েন্টিও খেলেছিলেন ‘দ্য ওয়াল’খ্যাত এই ব্যাটসম্যান। ইংল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচে করেছিলেন ৩১ রান।