অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হরভজন
ক্রিকেট ক্যারিয়ারের প্রায় শেষপ্রান্তে চলে এসেছেন হরভজন সিং। ভারতের জাতীয় দলে খুব বেশি সুযোগ মিলছে না ৩৫ বছর বয়সী এই অফস্পিনারের। তবে রাজনীতির মাঠে সক্রিয় হয়ে উঠতে দেখা যাচ্ছে ‘ভাজ্জি’কে। টুইটারে পুলিশি হয়রানির একটি ছবি পোস্ট করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া সমালোচনা করেছেন হরভজন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র সিং মোদির দৃষ্টি আকর্ষণ করে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার আর্জিও জানিয়েছেন তিনি।
হরভজনের পোস্ট করা ছবিটিতে দেখা যায়, এক মহিলাকে লাঠি দিয়ে বেদম পেটাচ্ছেন এক পুলিশ সদস্য। সেই মহিলার হাতে একটা শিশুও ছিল। নিজে মার খেলেও পুলিশের লাঠি থেকে সেই শিশুটিকে বাঁচানোর চেষ্টা করছিলেন তিনি। ছবিটি টুইটারে পোস্ট করে হরভজন লিখেছেন, ‘এই ছবিটা হৃদয়বিদারক। পুলিশের হাতে মার খাচ্ছেন এক মা। আমাদের দেশ সম্পর্কে এ ধরনের ছবিই কি আমরা প্রচার করতে চাই?’ আরেকটি টুইটে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দৃষ্টি আকর্ষণ করে তিনি লিখেছেন, ‘স্যার, এই ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই সহ্য করা উচিত না। পুলিশকে রাখা হয়েছে মানুষকে সুরক্ষা দেওয়া ও সহায়তা করার জন্য। নিজ দেশের মানুষকে মারার জন্য না।’
পুলিশি বর্বরতার বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য অনেকে প্রশংসা করেছেন হরভজনের। অনেকে আবার এ নিয়ে হাসিঠাট্টা করতেও ছাড়েননি। হরভজন বিরোধীদলীয় কোনো পার্টিতে যোগ দিয়েছেন কি না, এমন প্রশ্নও তুলেছেন অনেকে। হরভজনও অনেককেই দিয়েছেন পাল্টা জবাব। পুলিশের এই কর্মকাণ্ডের জন্য মোদিকে কেন জড়িয়েছেন, এমন প্রশ্নের উত্তরে হরভজন লিখেছেন, ‘এটা তাঁর নজরে এনেছি, কারণ তিনি আমাদের প্রধানমন্ত্রী। তিনি কোনো রাজনৈতিক দল করেন সে জন্য না।’ এরপর টুইটারে তাঁর সমালোচনাকারীর উদ্দেশে বলেছেন, ‘কবে তোমাদের হুঁশ হবে?’