জাদেজার বিয়ের অনুষ্ঠানে গুলি
ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার বিয়ের অনুষ্ঠানের আনন্দটা যেন মাটি হয়ে গেল। হৈ-হুল্লোড় করতে গিয়ে বন্দুকের গুলি ছোড়ায় ঘটনাস্থলে পুলিশ চলে আসে। বিষয়টা নিয়ে তদন্তও চলছে।
ভারতীয় সংবাদমাধ্যমের খবর, বরযাত্রী জাদেজার আত্মীয়স্বজন হাওয়ায় গুলি ছুড়েছিলেন। কিন্তু তা আইনসিদ্ধ নয়। তাই ব্যাপার থানা পুলিশে গড়ায়।
ভারতীয় আইন অনুযায়ী, গুলি যদি কোনো লাইসেন্স করা বন্দুক থেকেও ছোড়া হয়, সেটি শুধু আত্মরক্ষার স্বার্থে করা যাবে। তাই এখন অপরাধ প্রমাণিত হলে তিন বছরের সাজাও হতে পারে তাঁর। অবশ্য সাজা হবে জাদেজার সেই স্বজনের, যিনি গুলি ছোড়েন।
গুলি ছোড়ার কারণে এই ভারতীয় অলরাউন্ডারও কিছুটা বিড়ম্বনায় পড়েন। গুলির আওয়াজ শুনে তাঁকে বহনকারী ঘোড়া লাফালাফি শুরু করে দেয়। তাই জাদেজাও মাটিতে পড়ে যান!
গুজরাটের অন্যতম বড় শহর রাজকোটে জাদেজার বিয়ের অনুষ্ঠান হচ্ছে। রোববার সকালে শুরু হয় এই অনুষ্ঠান। এই ভারতীয় অলরাউন্ডার গাঁটছড়া বাঁধেন দীর্ঘদিনের বান্ধবী রিভা সোলাঙ্কির সঙ্গে।
জাদেজার স্ত্রী রিভা একজন প্রকৌশলী। প্রস্তুতি নিচ্ছেন কেন্দ্রীয় সরকারি কর্মকমিশনের পরীক্ষার জন্য। রিভার বাবা রাজকোট শহরের খ্যাতিমান ব্যবসায়ী। হোটেল ব্যবসার পাশাপাশি রাজকোট জেলায় দুটি বেসরকারি স্কুলও পরিচালনা করেন তিনি। রিভার মা চাকরি করেন রেল বিভাগে।
এর আগে গত ৫ ফেব্রুয়ারি এক ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে বাগদানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় গুজরাটের এই ক্রিকেটারের।