ফাইনালের আম্পায়ার ধর্মসেনা-কেটলবরো

Looks like you've blocked notifications!
কুমার ধর্মসেনা (বাঁয়ে) ও রিচার্ড কেটলবরো। ছবি : আইসিসির সৌজন্যে

ভারত-অস্ট্রেলিয়া দ্বিতীয় সেমিফাইনালে আম্পায়ার ছিলেন তাঁরা। রোববারের ফাইনালেও দুজনকে দেখা যাবে মাঠে। মেলবোর্নে বিশ্বকাপের শিরোপা-নির্ধারণী ম্যাচে আম্পায়ারিংয়ের দায়িত্ব পড়েছে শ্রীলঙ্কার কুমার ধর্মসেনা ও ইংল্যান্ডের রিচার্ড কেটলবরোর কাঁধে।

শুক্রবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে এ কথা।

তৃতীয় বা টিভি আম্পায়ারেও কোনো পরিবর্তন নেই। দ্বিতীয় সেমিফাইনালের টিভি আম্পায়ার দক্ষিণ আফ্রিকার মারাইস এরাসমুস একই দায়িত্ব পালন করবেন ফাইনালে।

‘রিজার্ভ’ বা অতিরিক্ত আম্পায়ারের দায়িত্ব পেয়েছেন ইংল্যান্ডের ইয়ান গুল্ড। নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা প্রথম সেমিফাইনালের আম্পায়ার ছিলেন তিনি। বাংলাদেশ-ভারত কোয়ার্টার ফাইনালে কয়েকটি ‘বিতর্কিত’ সিদ্ধান্তের জন্য পাকিস্তানের আলিম দারের সঙ্গে গুল্ডেরও তীব্র সমালোচনা হয়েছিল।