ফাইনালে অস্ট্রেলিয়ার সমর্থক রুবেল

Looks like you've blocked notifications!
রুবেল হোসেন। ছবি : এনটিভি

রোববার বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড। ফাইনালে রুবেল হোসেন সমর্থন করবেন অস্ট্রেলিয়াকে। চার উইকেট নিয়ে বিশ্বকাপে বাংলাদেশের ইংল্যান্ড-বধের অন্যতম নায়কের বিশ্বাস, পঞ্চমবারের মতো শিরোপা জিতবে অস্ট্রেলিয়া। 

শনিবার বাগেরহাটের নয়াবাজারে নিজ বাড়িতে বসে এই আলোচিত পেসার বলেন, ‘ফাইনালে আমি অস্ট্রেলিয়াকে সাপোর্ট করব। অস্ট্রেলিয়ার জয়ের সম্ভাবনাই বেশি। তবে নিউজিল্যান্ডও যথেষ্ট শক্তিশালী দল। আমার বিশ্বাস এই ম্যাচে দারুণ লড়াই হবে।’

মেলবোর্নের ব্যাটিং সহায়ক উইকেটে আগে ব্যাট করে ৩০০-র ওপরে রান করতে না পারলে জয় পাওয়া মুশকিল হবে বলে মনে করেন রুবেল। ফাইনালে দুজনের দিকে আলাদাভাবে দৃষ্টি রাখবেন তিনি, ‘অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার এই ম্যাচে ভালো খেলতে পারেন। কিউই পেসার টিম সাউদিরও ভালো করার জোরালো সম্ভাবনা। নিউজিল্যান্ডের সব পেসারই অবশ্য বিশ্বকাপে ভালো বল করছে।’

বিশ্বকাপে আট উইকেট নেওয়া রুবেলের ভাবনায় এখন শুধু পাকিস্তানের বিপক্ষে ‘হোম’ সিরিজ। আগামী মাসে শুরু হতে যাওয়া এই সিরিজে ভালো করার জন্য দেশের মানুষের কাছে দোয়া চেয়েছেন তিনি।