চারদিকে ক্লার্কের দলের বন্দনা

Looks like you've blocked notifications!
এই ট্রফি তাঁদের কাছে নতুন কিছু নয়। তবে পঞ্চমবার বিশ্বকাপ জিতেও অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের মনে বাঁধভাঙা উচ্ছ্বাস। ছবি : রয়টার্স

পঞ্চমবারের মতো বিশ্বকাপের শিরোপা জিতে অভিনন্দনের জোয়ারে ভেসে যাচ্ছে অস্ট্রেলিয়া। বিশ্বকাপের হারানো ‘সাম্রাজ্য’ পুনরুদ্ধার করা মাইকেল ক্লার্কের দলকে অভিনন্দন জানাতে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারকে বেছে নিয়েছেন রাজনীতি-খেলাধুলা-অভিনয়জগতের বিখ্যাত ব্যক্তিরা।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি অ্যাবট : ‘স্টিভেন স্মিথকে জয়সূচক রান নিতে দেখেছি। মাইকেল ক্লার্ককে অভিনন্দন, দারুণ একটা ওয়ানডে ক্যারিয়ার কাটানোর জন্য। নিউজিল্যান্ডও দারুণ একটা টুর্নামেন্ট কাটিয়েছে।’

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জন কি : ‘দুর্ভাগ্যজনকভাবে নিউজিল্যান্ড যে ফলাফল চেয়েছিল, তা পাওয়া যায়নি। কিন্তু ব্ল্যাকক্যাপস তার পরও আমাদের অনেক গর্বিত করেছে।’

অস্ট্রেলিয়ার হলিউড তারকা হিউ জ্যাকম্যান : ‘অভিনন্দন ও বিদায় ক্লার্ক। কী দারুণ ভঙ্গিমায় শেষ করলেন!’

ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং কিংবদন্তি ব্রায়ান লারা : ‘অস্ট্রেলিয়া ভালো খেলেছে। তারাই সেরা দল। কোয়ার্টার ফাইনাল থেকে তারা যেভাবে জিতেছে, তা থেকে তাদের শ্রেষ্ঠত্ব বোঝা যায়।’

অস্ট্রেলিয়ার কিংবদন্তি লেগস্পিনার শেন ওয়ার্ন : ‘সতীর্থ মাইকেল ক্লার্ক ও পুরো অস্ট্রেলিয়া দলকে অভিনন্দন। নিউজিল্যান্ড দল, তোমরা আমাদের মন জিতে নিয়েছ!’

অস্ট্রেলিয়ার সাবেক উইকেটরক্ষক-ব্যাটসম্যান অ্যাডাম গিলক্রিস্ট : ‘অস্ট্রেলিয়া, তুমি দুর্দান্ত!!!’

অস্ট্রেলিয়ার সর্বকালের অন্যতম সেরা পেসার গ্লেন ম্যাকগ্রা : ‘বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কারজয়ী মিচেল স্টার্ককে অভিনন্দন। এটা তোমারই প্রাপ্য। তুমি অসাধারণ বোলিং করেছ।’

ওয়েস্ট ইন্ডিজের তারকা ব্যাটসম্যান ক্রিস গেইল : ‘বিশ্বকাপ জয়ের জন্য মাইকেল ক্লার্ক ও অস্ট্রেলিয়া দলকে অভিনন্দন। নিউজিল্যান্ডও ভালো খেলেছে।’

ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন : ‘বিশ্বকাপের মুকুট অস্ট্রেলিয়ার মাথায়ই মানায়।’

ভারতের সাবেক ব্যাটসম্যান সঞ্জয় মাঞ্জরেকার : ‘সর্বশেষ পাঁচবারের মধ্যে চারবার বিশ্বকাপ শিরোপা জয় অস্ট্রেলিয়ার উন্নত ক্রিকেট-সংস্কৃতির সাক্ষ্য দিচ্ছে। দারুণ খেলেছ অস্ট্রেলিয়া।’

সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস : ‘অস্ট্রেলিয়াকে অভিনন্দন। তারাই যোগ্য চ্যাম্পিয়ন। নিউজিল্যান্ডও তাদের পারফরম্যান্স নিয়ে গর্বিত হতে পারে। দারুণ একটা বিশ্বকাপ শেষ হলো। এই বিশ্বকাপ ওয়ানডে ক্রিকেটের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে।’

পাকিস্তানের তারকা অলরাউন্ডার শহীদ আফ্রিদি : ‘দারুণ একটা বিশ্বকাপ কাটানোর জন্য অস্ট্রেলিয়াকে অভিনন্দন। তারা শিরোপার যোগ্য দাবিদার। বিশ্বকাপের সহ-আয়োজক নিউজিল্যান্ডও নিঃসন্দেহে খুব ভালো খেলেছে।’

ভারতের অলরাউন্ডার যুবরাজ সিং : ‘নিউজিল্যান্ডের দুর্ভাগ্য। কিন্তু তোমরা অসাধারণ খেলেছ। অস্ট্রেলিয়াকে অভিনন্দন, আরো একবার এটা দেখানোর জন্য যে তোমাদের ক্রিকেটীয় কাঠামো কতটা শক্তিশালী।’

ইংল্যান্ডের পেসার স্টুয়ার্ট ব্রড : ‘অস্ট্রেলিয়া দারুণভাবে চাপ সামলেছে। রেকর্ডগড়া দর্শকের সামনে জয়টা তাদেরই প্রাপ্য। অভিনন্দন।’