যানজট পেরিয়ে মাঠে পৌঁছে পাঠানের ঝড়
ঢাকার যানজটে পড়েছিলেন ভারতীয় ক্রিকেটার ইউসুফ পাঠান। আজ বুধবার সাভারের বিকেএসপিতে খেলা ছিল পাঠানের। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগে (ডিপিএল) আবাহনীর হয়ে মাঠে নামলেন কলকাতা নাইট রাইডার্সের এই তারকা। ততক্ষণে খেলা শুরু হয়ে যায়।
খেলা শুরু হওয়ার ৪১ মিনিট পর মাঠে হাজির হন ইউসুফ পাঠান। আম্পায়ার ও প্রতিপক্ষ প্রাইম ব্যাংকের অধিনায়ক শুভাগত হোমের সম্মতিতে মাঠে নামেন পাঠান। আর ঢাকায় নিজের দল আবাহনীকে জয়ী করতে রেখেন দারুণ ভূমিকা। প্রাইম ব্যাংকের বিরুদ্ধে পাঁচ উইকেটে জয় পেয়েছে আবাহনী।
আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৪০ রান সংগ্রহ করে প্রাইম ব্যাংক। দলের পক্ষে সর্বোচ্চ ৪৬ করেন নূরুল হোসেন। বল হাতে দুর্দান্ত ছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। মাত্র ৩৫ রান দিয়ে চার উইকেট নিয়েছেন সাকিব।
ব্যাট হাতে শুরু থেকেই দারুণ জবাব তামিমের আবাহনীর। তামিম নিজেই করেছেন ৪৬ বলে ৪০ রান। তবে যানজটের কারণে দেরি করে আসা ইউসুফ পাঠান প্রথম দিনই ঝড় তুলেছেন মাঠে। ৪৭ বলে করেছেন ৬০ রান। পাঠানের ইনিংসে সাতটি চার ও দুটি ছক্কার মার ছিল।
তবে ৬৪ রান করে নজর কেড়েছেন মোসাদ্দেক হোসেন। ইউসুফ পাঠানের পর লিটন দাসের সঙ্গে জুটি বেঁধে দলকে জয়ের বন্দরে নিয়ে যান তিনি। ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন মোসাদ্দেকই।
তবে ব্যাট হাতে সাকিব ছিলেন ব্যর্থ। মাত্র তিন রানেই শুভাগত হোমের বলে ফিরতি ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি।
ব্যাট হাতে নিষ্প্রভ ছিলেন বাংলাদেশের আরেক তারকা প্রাইম ব্যাংকের সাব্বির রহমান। সাকিবের বলে রানের খাতা খোলার আগেই আউট হয়ে যান তিনি।