এই ঘটনা দুঃখজনক : বিসিবি সভাপতি
বুধবার দুপুরে আইসিসি সভাপতির পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন আ হ ম মুস্তফা কামাল। সে সময় অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরছিলেন নাজমুল হাসান। রাতে ঢাকায় পৌঁছে খবরটা শুনে বেশ অবাক হয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি। বিমানবন্দরেই এই ঘটনাকে ‘দুঃখজনক’ বলে মন্তব্য করেছেন তিনি।
নাজমুল হাসান বলেছেন, ‘ভারতের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে বিতর্কিত আম্পায়ারিং, ফাইনালে মুস্তফা কামালের ট্রফি দিতে না পারা এবং এর রেশ ধরে তাঁর আইসিসির সভাপতির পদ থেকে সরে দাঁড়ানো- সব ঘটনাই দুঃখজনক।’
তবে বাংলাদেশের ক্রিকেটে এসব ঘটনা তেমন প্রভাব ফেলবে না বলেই মনে করেন বিসিবি সভাপতি, “এই ‘ইস্যু’ কোনো দেশের সঙ্গে নয়। এটা আমাদের ক্রিকেটে খুব একটা প্রভাব ফেলবে বলে আমার মনে হয় না।”
বাংলাদেশ-ভারত কোয়ার্টার ফাইনালের পরের দিন ‘বিতর্কিত’ আম্পায়ারিং নিয়ে আইসিসির কাছে চিঠি পাঠিয়ে প্রতিবাদ জানিয়েছিল বিসিবি। সেই চিঠি প্রসঙ্গে নাজমুল হাসানের বক্তব্য, ‘আইসিসির প্রধান নির্বাহী কর্মকর্তার লেখা একটা উত্তর আমরা পেয়েছি। সেখানে তিনি লিখেছেন সেই ম্যাচের বল-বাই-বল পর্যালোচনা করে দেখা হবে।’