তবু আশাবাদী বিসিবি সহসভাপতি
বিশ্বকাপে ভারত-বাংলাদেশ কোয়ার্টার ফাইনালের ‘বিতর্কিত’ আম্পায়ারিং নিয়ে ভালোই তোলপাড় হয়েছে ক্রিকেট-বিশ্বে। ফাইনাল শেষে চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার হাতে ট্রফি তুলে দেওয়ার সুযোগ না পাওয়া আইসিসি সভাপতি আ হ ম মুস্তফা কামাল ও চেয়ারম্যান এন শ্রীনিবাসনের দ্বন্দ্ব নিয়েও জল গড়িয়েছে অনেক দূর।
বিশ্বকাপ শেষে অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশে ফিরেই শ্রীনিবাসনের তীব্র সমালোচনা করে আইসিসি সভাপতির পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন মুস্তফা কামাল। দেশে তো বটেই, বিশ্ব ক্রিকেটাঙ্গনেরও কারো কারো আশঙ্কা এই ঘটনা বাংলাদেশ ও ভারতের ক্রিকেট-সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। ভারতের গণমাধ্যমের একাংশের ধারণা, আগামী জুনে ভারতের বাংলাদেশ সফর বাতিলও হয়ে যেতে পারে এই ঘটনার রেশ ধরে।
তবে পরিস্থিতি এতটা খারাপ হয়নি বলে মনে করছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সহ-সভাপতি মাহবুবুল আনাম। তিনি বলেছেন, ‘শিরোপাজয়ীদের হাতে ট্রফি তুলে দেওয়ার সাংবিধানিক অধিকার তাঁর (মুস্তফা কামাল) ছিল। যেসব ঘটনা ঘটেছে সেগুলো খুব দুঃখজনক। একই সাথে ওনার পদত্যাগও খুব দুঃখজনক ঘটনা। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিয়ে অনেক আলোচনা হয়েছে। ওই ম্যাচের বেশ কিছু বিষয় নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উদ্বেগ ছিল। এ নিয়ে আমরা আইসিসির সঙ্গে কথা বলেছি। খেলা পরিচালনার ক্ষেত্রে মানুষের ভুল-ত্রুটি হতে পারে। এটা খেলোয়াড়ি মনোভাব থেকে আমাদের মেনে নেওয়া এবং সামনের দিকে অগ্রসর হওয়া উচিত।’
শ্রীনিবাসনকে নিয়ে মুস্তফা কামালের বক্তব্যের পরিপ্রেক্ষিতে ভারত নাকি বাংলাদেশ সফরের কথা বিবেচনা করে দেখছে। এনডিটিভি নাম প্রকাশে অনিচ্ছুক এক বিসিসিআই কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, ভারত বাংলাদেশ সফরে যাবে কি না তা চূড়ান্ত করার জন্য শিগগিরই এক জরুরি বৈঠকে বসবেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কর্মকর্তারা।