বিসিএল ওয়ানডে টুর্নামেন্ট রোববার থেকে
পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজ শুরু হতে খুব বেশি দেরি নেই। ১৩ এপ্রিল ঢাকায় আসছে পাকিস্তান দল। তার আগেই ঢাকায় বসছে চারদলের বিসিএল ওয়ানডে টুর্নামেন্ট। সিরিজের আগে এই টুর্নামেন্টটি জাতীয় দলের ক্রিকেটারদের জন্য অনেকটা প্রস্তুতিমূলকই বলা যেতে পারে। রোববার মাঠে গড়াবে আসরটি।
উদ্বোধনী দিনে দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। মাশরাফি বিন মুর্তজার দক্ষিণাঞ্চল ও মুমিনুল হকের পূর্বাঞ্চল মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে এবং ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে মুখোমুখি হবে মাহমুদউল্লাহর মধ্যাঞ্চল ও নাসির হোসেনের উত্তরাঞ্চল। টুর্নামেন্টের সবগুলো ম্যাচই হবে দিবা-রাত্রির।
মাশরাফির দাক্ষিণাঞ্চলে ইমরুল কায়েস, সৌম্য সরকার, রুবেল হোসেন ও আবদুর রাজ্জাকের মতো ক্রিকেটাররা খেলবেন। উত্তরাঞ্চলের হয়ে খেলবেন নাসির হোসেন, মুশফিকুর রহিম, সাব্বির রহমান ও তাইজুল ইসলামরা।
বিশ্বকাপে দারুণ খেলা তারকা ব্যাটসম্যান মাহমুদউল্লাহ, পেসার তাসকিন আহমেদ মধ্যাঞ্চলের হয়ে এবং মুমিনুল হক, তামিম ইকবাল ও আরাফাত সানি খেলবেন পূর্বাঞ্চলের পক্ষে।
রোববার শুরু হওয়া আসরটির ফাইনাল হবে ১১ এপ্রিল। শনিবার এই টুর্নামেন্ট উপলক্ষে এক সংবাদ সম্মেলনে বিসিবির টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান বলেন, ‘পাকিস্তানের বিপক্ষে সিরিজের আগে এই টুর্নামেন্টটি জাতীয় দলের ক্রিকেটারদের জন্য খুবই উপকারে আসবে। এই টুর্নামেন্টে খেলায় তাদের প্রস্তুতিটাও ভালো হবে।’
টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যানের সঙ্গে একমত পোষণ করেন জাতীয় দল এবং দক্ষিণাঞ্চলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও, ‘বেশ কয়েকদিনের বিশ্রাম শেষে জাতীয় দলের ক্রিকেটাররা মাঠে ফিরছে। তাই পাকিস্তান সিরিজের আগে এই আসরটি ক্রিকেটারদের প্রস্তুতিটাও ভালো হবে।’