বিসিবির ‘ক্ষতিপূরণ’ সোয়া তিন লাখ ডলার
২০১২ সালে জাতীয় দলের পাকিস্তান সফর বাতিল করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এর পর থেকেই পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এর জন্য ক্ষতিপূরণ দাবি করে আসছিল। এই ক্ষতিপূরণ দিতে রাজি হয়েছে বিসিবি। রোববার বিসিবির বোর্ড সভায় সিদ্ধান্ত হয়েছে, পাকিস্তানকে তিন লাখ ২৫ হাজার ডলার দেওয়া হবে। যদিও পিসিবির দাবি ছিল নয় লাখ ডলার। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সভা শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান সাংবাদিকদের জানিয়েছেন এই তথ্য।
ভারতীয় কোম্পানি সাহারার সঙ্গে চুক্তি বাতিল করলেও আসন্ন পাকিস্তান সিরিজের জন্য কোনো স্পন্সর পায়নি বিসিবি। প্রত্যাশিত অর্থ না পাওয়ায় আপাতত বিষয়টি স্থগিত রেখেছে তারা।
পাকিস্তান সিরিজের স্পন্সরের জন্য সর্বোচ্চ দর দিতে চেয়েছে বিজ্ঞাপনী সংস্থা ‘টপ অব মাইন্ড’। কিন্তু তাদের দর মনঃপূত হয়নি বিসিবির।
এ প্রসঙ্গে নাজমুল হাসানের বক্তব্য, ‘আমরা আরো দু-একদিন অপেক্ষা করতে চাই। তারপরই স্পন্সরের বিষয়ে সিদ্ধান্ত নেব।’
শুক্রবার বিসিবি সভাপতি জানিয়েছিলেন, আইসিসি সভাপতি হওয়ার তেমন ইচ্ছা নেই তাঁর। রোববারের সভায় এ বিষয়ে আলোচনা হয়েছে। তবে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে কোনো তাড়াহুড়া করতে চায় না বিসিবি।