ভারত সিরিজ নিয়ে আশাবাদী সাকিব
আগামী জুনে একটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলতে বাংলাদেশে আসার কথা ভারতের। তবে আইসিসির সাবেক সভাপতি আ হ ম মুস্তফা কামাল আর চেয়ারম্যান এন শ্রীনিবাসনের ‘দ্বন্দ্ব’ এই সিরিজের ওপর সংশয়ের কালো মেঘ ছড়িয়ে দিয়েছে। সাকিব আল হাসান অবশ্য আশাবাদী। বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডারের আশা, সব সংশয় দূর করে ভারত বাংলাদেশ সফরে আসবে।
আইপিএলে প্রথম দুই ম্যাচ খেলার অনুমতি পাওয়া সাকিব এখন কলকাতায়। গত আসরে কলকাতা নাইট রাইডার্সের আইপিএল জয়ের অন্যতম নায়ক অধীর আগ্রহে অপেক্ষা করছেন ভারত সিরিজের জন্য। ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে তিনি বলেছেন, ‘ভারতের বাংলাদেশ সফরের ব্যাপারে আমি দারুণ আশাবাদী। এ বিষয়ে আমি কোনো নেতিবাচক চিন্তা করতে রাজি নই।’
এবারের বিশ্বকাপে বাংলাদেশ দলের পারফরম্যান্সে সাকিব আনন্দিত। এ প্রসঙ্গে তাঁর মন্তব্য, ‘মানুষ আমাদের প্রাণভরে সমর্থন দিয়েছে। এটা আমাদের দারুণ উদ্বুদ্ধ করেছে। বিশ্বকাপে আমাদের ধারাবাহিকতা ছিল দুর্দান্ত। সবগুলো ম্যাচ হয়তো জিততে পারিনি, তবে আমরা প্রতিটি ম্যাচেই ভালো খেলেছি। বাংলাদেশের ক্রিকেটের জন্য এটা ভালো লক্ষণ।’