সিংহের সঙ্গে ছবি তুলে বিপাকে জাদেজা
নবপরিণীতা স্ত্রীকে নিয়ে গুজরাটের গির ন্যাশনাল পার্কে বেড়াতে গিয়ে কী বিপাকেই না পড়েছেন রবীন্দ্র জাদেজা! বিপন্ন প্রজাতির এশিয়ান সিংহের সঙ্গে ছবি তুলেছিলেন তিনি। কিন্তু অভয়ারণ্যের নিয়ম অমান্য করায় শাস্তির আশঙ্কায় ভারতের এই বাঁহাতি স্পিনার।
গির অভয়ারণ্যের নিয়ম, সাফারি অর্থাৎ গাড়িতে করে বেড়ানোর সময় গাড়ি থেকে কিছুতেই নামতে পারবেন না পর্যটকরা। কিন্তু জাদেজা নিয়মটা মানেননি। এশিয়ান সিংহের সঙ্গে বেশ কিছু ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে দিয়েছেন তিনি। আর একটি ছবির সঙ্গে লিখেছেন, ‘পারিবারিক ছবি, সাসানে (গির) দারুণ সময় কেটেছে।’
ছবিগুলো ভাইরাল হতে সময় লাগেনি। তবে মাত্র দুই মাস আগে বিয়ে করা জাদেজা পড়েছেন বিপদে। অভয়ারণ্যর প্রধান বনরক্ষী এ পি সিং বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, ‘গির ন্যাশনাল পার্ক ও অভয়ারণ্য একটি সংরক্ষিত এলাকা। এখানে সাফারির সময় গাড়ি থেকে নামার নিয়ম নেই। যেহেতু জঙ্গলে গাড়ি থেকে নামার কোনো নিয়ম নেই, তাই আমরা এ ব্যাপারে তদন্তের নির্দেশ দিয়েছি।’ তদন্তে দোষী প্রমাণিত হলে জাদেজার বড় ধরনের শাস্তি হতে পারে বলেও জানিয়েছেন তিনি।
এশিয়ান সিংহ আফ্রিকান সিংহের চেয়ে আকারে বেশ ছোট হয়। পৃথিবীতে একমাত্র গির ন্যাশনাল পার্কেই দেখা যায় এদের। সর্বশেষ গণনায় মাত্র ৫২৩টি এশিয়ান সিংহের সন্ধান পাওয়া গেছে এই অভয়ারণ্যে।