আইপিএলে সাকিবদের দারুণ সূচনা
আইপিএলের উদ্বোধনী ম্যাচে সহজ জয় পেয়েছে সাকিব আল হাসানের দল কলকাতা নাইট রাইডার্স। বুধবার ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে মুম্বাই ইন্ডিয়ান্সকে ৭ উইকেটে হারিয়েছে গতবারের চ্যাম্পিয়নরা।
টস হেরে ব্যাট করতে নেমে ৩৭ রানে ৩ উইকেট হারিয়ে অস্বস্তিতে পড়ে যাওয়া মুম্বাইয়ের পরিত্রাতা অধিনায়ক রোহিত শর্মা ও কোরি অ্যান্ডারসন। চতুর্থ উইকেটে মাত্র ৮৮ বলে ১৩১ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে ১৬৮ রানের ভালো সংগ্রহ এনে দেন দুজনে।
মাত্র ২ রানের জন্য সেঞ্চুরির দেখা পাননি রোহিত। তাঁর ৬৫ বলে অপরাজিত ৯৮ রানের অধিনায়কোচিত ইনিংসে চার ১২টি ও ছক্কা চারটি। ৪১ বলে চারটি চার ও তিনটি ছক্কায় ৫৫ রানে অপরাজিত ছিলেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার অ্যান্ডারসন।
৪ ওভার বল করে ৪৮ রানের বিনিময়ে এক উইকেট নিয়েছেন সাকিব। বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার অবশ্য দুর্ভাগা ভাবতে পারেন নিজেকে। তাঁর বলে দুবার ক্যাচ দিয়েও বেঁচে গেছেন অ্যান্ডারসন। প্রথমবার ক্যাচ ফেলেছেন আন্দ্রে রাসেল, পরেরবার মর্নে মরকেল। ১৮ রানে ২ উইকেট নেওয়া মরকেল পরে ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন।
১৬৯ রানের লক্ষ্যে ৯ বল হাতে রেখেই পৌঁছে গেছে কলকাতা। ‘কেকেআর’ নামে পরিচিত দলটিকে সহজ জয় এনে দিতে অধিনায়ক গৌতম গম্ভীর (৪৩ বলে ৫৭), মনীষ পান্ডে (২৪ বলে ৪০) ও সুর্যকুমার যাদব (২০ বলে অপরাজিত ৪৮) গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন ব্যাট হাতে।