মুমিনুলের অন্য লড়াই
টেস্টে তিন নম্বরে ব্যাটিং করার সুযোগ পাওয়া মুমিনুল হকের পারফরম্যান্স বেশ উজ্জ্বল। ধারাবাহিকভাবে ভালো খেলে এ জায়গায় নিজের অবস্থান পাকা করে নিয়েছেন তিনি। তবে ওয়ানডেতে একেবারে বিপরীত চিত্র। একদিনের ক্রিকেটে তিন থেকে শুরু করে নয় নম্বর পর্যন্ত ব্যাট করতে হয়েছে তাঁকে। অর্থাৎ ওয়ানডেতে নিজের ‘পজিশন’ এখনো পাকা করতে পারেননি। এ নিয়েই চলছে মুমিনুলের লড়াই।
পাকিস্তানের বিপক্ষে আসন্ন হোম সিরিজের ওয়ানডে দলে সুযোগ পেলেও প্রথম একাদশে জায়গা পাবেন কি না, তা নিয়ে ঘোর সংশয়। বিশ্বকাপে ঔজ্জ্বল্য ছড়ানো সৌম্য সরকারের তিন নম্বরে ব্যাট করার সম্ভাবনাই বেশি। নাসির হোসেন-সাব্বির রহমানও হয়তো একাদশে থাকবেন। তাহলে মুমিনুলের জায়গা কোথায়?
২০১২ সালের নভেম্বরে ওয়ানডে অভিষেকের পর এ পর্যন্ত ২৬টি ম্যাচ খেলা মুমিনুলের শৈশবের কোচ মোহাম্মদ সালাউদ্দিন এ নিয়ে দুশ্চিন্তায়, ‘একটি দলের প্রত্যেক খেলোয়াড়ই তার নিজস্ব পজিশনে ব্যাট করতে নামার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকে। যে দলের খেলোয়াড়ই হোক না কেন, ব্যাটিং পজিশন নিয়ে বেশি পরীক্ষা-নিরীক্ষা চললে তার পক্ষে ভালো কিছু করা মুশকিল।’
অবশ্য সে জন্য টিম ম্যানেজমেন্টকে দোষারোপ করছেন না সালাউদ্দিন। তাঁর মতে, ‘একজন খেলোয়াড়কে দলে তার জায়গা তৈরি করে নিতে হবে। তাকে সেভাবেই পারফর্ম করতে হবে। সে যদি একটা সুযোগও পায়, তাকে সে সুযোগ কাজে লাগাতে হবে।’
তাহলে মুমিনুলের সমস্যা কোথায়? এ প্রশ্নে বিকেএসপির সাবেক কোচ সালাউদ্দিনের উত্তর, ‘মুমিনুলের মনোবলে কোনো ঘাটতি নেই। টেকনিকেও সমস্যা নেই। তার সমস্যা হচ্ছে শটে বৈচিত্র্য এনে খেলতে না পারা। সে যদি স্কিলটাকে পাওয়ারে পরিণত করতে পারে, তাহলে আরো ভালো খেলতে পারবে বলে আমার বিশ্বাস।’