গেইল-ঝড়ে পরাস্ত সাকিবের কলকাতা
হারের তেতো স্বাদ নিয়ে আইপিএল থেকে দেশে ফিরতে হচ্ছে সাকিব আল হাসানকে। শনিবার ক্রিস গেইলের ঝড়ো ব্যাটিংয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর তিন উইকেটে হারিয়ে দিয়েছে সাকিবের কলকাতা নাইট রাইডার্সকে।
ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে টস হেরে ব্যাট করতে নামা কলকাতাকে দারুণ সূচনা এনে দেন গৌতম গম্ভীর ও রবিন উথাপ্পা। উদ্বোধনী জুটিতে দলকে ৬৪ বলে ৮১ রান উপহার দেন দুজনে। অধিনায়ক গম্ভীরের ব্যাট থেকে আসে ৪৬ বলে ৫৮ রান। ২৮ বলে ৩৫ রান করেন উথাপ্পা। শেষ দিকে আন্দ্রে রাসেলের ১৭ বলে অপরাজিত ৪১ রানের আক্রমণাত্মক ইনিংস ৬ উইকেটে ১৭৭ রানের ভালো সংগ্রহ এনে দেয় আইপিএলের গত আসরের চ্যাম্পিয়নদের। মুখোমুখি হওয়া প্রথম বলেই রান আউট সাকিবকে ফিরতে হয়েছে শূন্য হাতে।
এক ওভার হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছানো ব্যাঙ্গালোরের জয়ের নায়ক গেইল। রান আউট হয়ে যাওয়ায় একটুর জন্য সেঞ্চুরির দেখা পাননি। তবে ওয়েস্ট ইন্ডিজের আক্রমণাত্মক ওপেনারের ৯৬ রানই মূল্যবান দুটি পয়েন্ট এনে দিয়েছে ব্যাঙ্গালোরকে। ম্যাচসেরা গেইলের ৫৬ বলের দুর্দান্ত ইনিংসটা সাজানো সাতটি করে চার ও ছক্কায়। ১৩ বলে ২৮ রান করেন এবি ডি ভিলিয়ার্স। দুই ওভার বল করে ১৭ রানের বিনিময়ে সাকিবের শিকার একটি উইকেট।