অ্যান্ডি মারের বর্ণিল বিয়ে

Looks like you've blocked notifications!
কনফেত্তি উড়িয়ে বর-বধূ অ্যান্ডি মারে ও কিম সিয়ার্সকে বরণ করে নেওয়া হচ্ছে। ছবি : এএফপি

অ্যান্ডি মারের প্রায় প্রতি ম্যাচেই গ্যালারিতে দেখা যায় কিম সিয়ার্সকে। দীর্ঘদিনের বন্ধুত্বকে এবার বৈবাহিক সম্পর্কে রূপ দিলেন ব্রিটেনের টেনিস-তারকা। নিজের শহর ডানব্লেনকে আনন্দে ভাসিয়ে বিয়ে করলেন মারে।

শনিবার দ্বাদশ শতাব্দীতে নির্মিত একটি গির্জায় বিয়ে করেছেন মারে ও সিয়ার্স। স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টায় বিয়ের আনুষ্ঠানিকতা সেরে বাইরে বেরোনোর পর তাঁরা ভেসেছেন কনফেত্তির ‘বৃষ্টিতে। ফেস্টুন দিয়ে সাজানো গির্জার সামনের রাস্তায় বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন আর ভক্তরা তুমুল হর্ষধ্বনি দিয়ে বরণ করে নিয়েছেন মারে ও তাঁর নববধূকে।
  
প্রিয় তারকাকে বিয়ের সাজে একনজর দেখার জন্য মারের অনেক ভক্ত রাত কাটিয়েছেন গির্জার বাইরে। তেমনই একজন ব্রেন্ডা ওয়াটসন বলেছেন, ‘আমরা তাঁদের দেখতে পাওয়ার সম্ভাবনায় রোমাঞ্চিত। ভাগ্যিস এখানে এসেছিলাম!’

স্কটল্যান্ডের প্রভাবশালী মন্ত্রী নিকোলা স্টার্জন মারেকে অভিনন্দন জানিয়ে বলেছেন, ‘অ্যান্ডি তাঁর শহরের নায়ক। একই সঙ্গে তিনি স্কটিশ ক্রীড়াতারকাও। আমাদের পুরো জাতি অ্যান্ডি ও তাঁর নতুন স্ত্রীকে নিয়ে উচ্ছ্বসিত।’ 

মারে নিজে অবশ্য বিয়ে নিয়ে তেমন উচ্ছ্বসিত নন। ২০১২ সালে ইউএস ওপেন জিতে ব্রিটেনকে দীর্ঘ ৭৬ বছর পর গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টের পুরুষ এককের শিরোপা উপহার দেওয়া মারে বলেছেন, ‘আমরা একে-অন্যকে প্রায় সাড়ে নয় বছর ধরে চিনি। একসঙ্গে থাকছি ছয়-সাত বছর ধরে। তাই মনে হয় না আমার জীবনে তেমন বড় কোনো পরিবর্তন আসবে।’