ইরানের রোনালদোভক্তদের রোষানলে পায়েত
পর্তুগালের মানুষ হয়তো ক্ষমা করে দিয়েছে দিমিত্রি পায়েতকে। কিন্তু ইরানের রোনালদোভক্তরা তাঁকে রেহাই দেবে কি না সন্দেহ!
গত রোববার ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালে পায়েতের ট্যাকলের কথা কোনোদিন ভুলতে পারবেন না ক্রিস্টিয়ানো রোনালদো। প্রথমার্ধের মাঝামাঝি পায়ে ব্যথা পেয়ে স্ট্রেচারে শুয়ে মাঠের বাইরে চলে যাওয়ার সময় রীতিমতো কাঁদছিলেন পর্তুগালের সবচেয়ে বড় তারকা। তিনবারের ফিফা বর্ষসেরা ফুটবলার আর মাঠে ফিরতে পারেননি। বাইরে বসেই সাক্ষী হয়েছেন সতীর্থদের ইউরোপজয়ের।
শিরোপাজয়ের স্বপ্নপূরণ হওয়ার পর পর্তুগিজরা ফ্রান্সের অ্যাটাকিং মিডফিল্ডার পায়েতকে নিয়ে কোনো খারাপ মন্তব্য করেনি। কিন্তু ইরানের রোনালদোভক্তরা ছেড়ে কথা বলছে না। ইনস্টাগ্রামে পায়েতের একটি ছবির পাশে একের পর এক বাজে মন্তব্য করে চলেছে তারা। কোনো কোনো মন্তব্য লেখা হয়েছে পার্শি ভাষায়। একজন তো ‘কুকুরের সন্তান’ লিখতেও দ্বিধা করেনি!
অবশ্য ইরানের সব রোনালদোভক্ত গালিগালাজ করছে না পায়েতকে। দেশের মানুষের পক্ষ থেকে একজন ইরানিয়ান ক্ষমা চেয়েছেন তাঁর কাছে।
ফাইনালে ১৬ মিনিটের সময় পায়েতের ট্যাকলে ব্যথা পেয়ে মাঠের বাইরে চলে গিয়েছিলেন রোনালদো। কিছুক্ষণ শুশ্রূষার পর ফিরলেও ২৫ মিনিটে আবার বাইরে চলে যেতে বাধ্য হয়েছিলেন বিশ্বের অন্যতম সেরা ফুটবলার। বিস্ময়করভাবে, পায়েতের ওই ট্যাকলকে ফাউল হিসেবেও গণ্য করেননি রেফারি। তবে ইরানের মানুষের রোষ তাতে কমছে না।