ঢাকায় পৌঁছেছে পাকিস্তান ক্রিকেট দল
প্রায় এক মাসের সফরে ঢাকায় এসেছে পাকিস্তানের ক্রিকেট দল। সোমবার দুপুর সোয়া ১২টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে পাকিস্তান ক্রিকেট দলকে বহনকারী বিমান পাকিস্তান এয়ারলাইন্স। অবশ্য ঢাকায় পৌঁছানোর পর সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি পাকিস্তানের ক্রিকেটাররা।
চোটের কারণে শেষ মুহূর্তে দল থেকে বাদ পাড়েন মিডল অর্ডার ব্যাটসম্যান শোয়েব মাকসুদ ও বোলার সোহেল খান। মঙ্গলবার সকালে পাকিস্তান ক্রিকেট অনুশীলনে নামবে। বুধবার ফতুল্লার খানসাহেব ওসমান আলী স্টেডিয়ামে বিসিবি একাদশের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচে অংশ নেবে পাকিস্তান।
বাংলাদেশ সফরে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে পাকিস্তান। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ১৭ এপ্রিল ওয়ানডে ম্যাচ দিয়ে শুরু হবে এই সিরিজ। একই ভেন্যুতে ১৯ ও ২২ এপ্রিল সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটি হবে ২৪ এপ্রিল মিরপুরে।
২৮ এপ্রিল থেকে ২ মে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে হবে প্রথম টেস্ট। ৬-১০ মে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।