তৃতীয় ম্যাচে প্রোটিয়া যুব দলের নাটকীয় জয়
প্রথম দুই ওয়ানডেতে হেরে অনেকটাই পিছিয়ে পড়েছিল দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দল। তৃতীয় ওয়ানডেতে এসে জয়ের দেখা পেয়েছে তারা। সোমবার কক্সবাজারে নাটকীয়ভাবে দুই রানে তারা হারিয়েছে বাংলাদেশ যুব দলকে।
টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে প্রোটিয়া যুব দল নির্ধারিত ৫০ ওভারে আট উইকেট হারিয়ে ২২৯ রান সংগ্রহ করে। দলটির হয়ে সবচেয়ে বেশি রান করেন আব্দু গ্যালিয়েম। রানআউট হয়ে সাজঘরে ফিরে আসার আগে তিনি করেন ৮১ বলে ৫১ রান।
সালেহ আহমেদ ৪১ রানে তিন উইকেট নেন। নেহাদুজ্জামান, সঞ্জিত সাহা, নাজমুল হোসাইন ও সাইফুদ্দিন নেন একটি করে উইকেট।
জবাবে দলীয় মাত্র ২২ রানে উদ্বোধনী ব্যাটসম্যান পিনাক ঘোষের উইকেটটি হারালে স্বাগতিক দলের ব্যাটিংয়ে শুরুতেই কিছুটা ধাক্কা লাগে। পরে অবশ্য বেশ ভালোভাবেই এগুচ্ছিল বাংলাদেশ। জয়ের কাছাকাছি পৌঁছেও গিয়েছিল তারা। কিন্তু শেষ ওভারে গিয়ে আর পারেনি স্বাগতিক ব্যাটসম্যানরা। সাত উইকেট হারিয়ে নির্ধারিত ওভারে ২২৭ রান করে তারা।
জয়ের জন্য শেষ ওভারে বাংলাদেশ যুব দলের প্রয়োজন ছিল ১০ রান। স্বাগতিক দলটি নিয়েছে সাত রান, তাই মাত্র দুই রানে হেরে যায় তারা।
বাংলাদেশ দলের পক্ষে ওপেনার সাইফ হাসান সবচেয়ে বেশি ৭০ রান করেন। এ ছাড়া সাইফুদ্দিন ৩৬ ও মোসাব্বেক ৩৫ রান করেও দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দিতে পারেননি।
জিয়াদ আব্রাহাম ৩১ রানে তিন উইকেট নিয়ে মূলত বাংলাদেশের জয়ের পথে বড় বাধা হয়ে দাঁড়ান।
এই জয়ের ফলে দক্ষিণ আফ্রিকা যুব দল সিরিজে ব্যবধান কিছুটা কমিয়েছে। সাত ম্যাচের এই সিরিজে অবশ্য এখনো তারা ২-১ ব্যবধানে পিছিয়ে আছে।