সাইনার বিপরীতে চারজন পুরুষ খেলোয়াড়!

একদিকে তিনি একা। কোর্টের অন্যদিকে চার-চারজন পুরুষ খেলোয়াড়। ভারতের ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়াল এভাবেই প্রস্তুতি নিচ্ছেন রিও অলিম্পিকের জন্য।
ভারতে ক্রিকেট-ফুটবল তো বটেই, এমনকি টেনিসও ব্যাডমিন্টনের চেয়ে অনেক বেশি জনপ্রিয়। তবে ব্যাডমিন্টন খেলেও সাইনার বিপুল জনপ্রিয়তা। সেটা অবশ্যই তাঁর কীর্তির জন্য। চার বছর আগে লন্ডন অলিম্পিকে ব্রোঞ্জ উপহার দিয়েছিলেন স্বদেশকে। তার দুই বছর আগে কমনওয়েলথ গেমসে জিতেছিলেন স্বর্ণ। গত বছর বিশ্বচ্যাম্পিয়নশিপে অবশ্য রূপা নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিল।
চার বছর আগে লন্ডন অলিম্পিকে স্বর্ণজয়ের উচ্ছ্বাসে ভেসে যেতে পারেননি। আগামী মাসে অনুষ্ঠেয় রিও অলিম্পিকে তাই শিরোপা জিততে দৃঢ়প্রতিজ্ঞ সাইনা। লক্ষ্যপূরণে কোচ বিমল কুমারের অধীনে কঠোর অনুশীলন করে যাচ্ছেন তিনি। প্র্যাকটিসেও নিয়ে এসেছেন অভিনবত্ব। রিও ডি জেনিরোতে সাফল্যের লক্ষ্যে চারজন পুরুষ খেলোয়াড়ের বিপরীতে প্র্যাকটিস করছেন সাইনা। যার ভিডিও আলোড়ন তুলেছে ভারতের ক্রীড়াঙ্গনে।
অলিম্পিকে সাইনাকে অনুপ্রাণিত করতে পারে অস্ট্রেলিয়ার সাফল্যও। গত মাসে অস্ট্রেলিয়ান সুপার সিরিজের শিরোপা জিতে তিনি এখন দারুণ আত্মবিশ্বাসী।
ভারতের অর্জুন, রাজীব গান্ধী খেলরত্ন, পদ্মশ্রী, পদ্মভূষণসহ অনেক পুরস্কার জিতেছেন সাইনা। ব্যাডমিন্টন কোর্ট থেকে তাঁর অর্জনের তালিকা বিশাল। কিন্তু সেখানে নেই অলিম্পিকের স্বর্ণপদক। চার বছর পর বয়স হয়ে যাবে ৩০। ব্যাডমিন্টন খেলোয়াড়ের জন্য বয়সটা একটু বেশিই। কথাটা ভালোমতো জানেন বলেই রিওতে সাফল্য পেতে মরিয়া বিশ্ব র্যাংকিংয়ের পাঁচ নম্বর খেলোয়াড় সাইনা নেহওয়াল।