নিজেকে ফিরে পাওয়ার লড়াই সৌম্যর

Looks like you've blocked notifications!

অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপের পর গত বছরটা দুর্দান্ত কেটেছিল সৌম্য সরকারের। সেই তিনিই এ বছর ঘরোয়া বা আন্তর্জাতিক কোনো ক্ষেত্রেই খুব একটা সাফল্য পাচ্ছিলেন না। বিষয়টা তিনি নিজেও অনুধাবন করেছেন। তাই নিজের সমস্যা সমাধানের খোঁজে নেমে পড়েছেন এই বাঁ-হাতি ওপেনার। 

আগামী অক্টোবরে ইংল্যান্ডের বিপক্ষে হোম সিরিজ। এই সিরিজেই নিজেকে ফিরে পেতে চান সৌম্য, ‘সামনে আমাদের ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ। এই সিরিজের ওয়ানডেতে সুযোগ পেলে অবশ্যই আমাকে ভালো খেলতে হবে। সেভাবেই নিজেকে তৈরি করছি আমি। আশা করছি নিজেকে ফিরে পাব।’  

কিছুদিন ধরে বিশেষ করে টি-টোয়েন্টিতে ব্যর্থতার বৃত্তে এই বাঁ-হাতি ওপেনার। তা স্বীকার করে তিনি বলেন, ‘এটা ঠিক টি-টোয়েন্টি ক্রিকেটে খুব একটা ভালো খেলতে পারছি না আমি। যদিও এই ঘরানার ক্রিকেটে অনেকদিন ধরেই খেলছি। ভুলের সংখ্যা বেশি বলেই সাফল্য আসেনি। আশা করছি ভবিষ্যতেও এই ঘরানার ক্রিকেটে ভালো করতে পারব।’

শুধু আন্তর্জাতিক ক্রিকেটেই নয়, কিছুদিন আগে ঢাকা প্রিমিয়ার লিগেও ভালো খেলতে পারেননি সৌম্য। এই সম্পর্কে তিনি বলেন, ‘ছন্দে ফিরতে প্রিমিয়ার লিগে আমার খেলায় কিছু পরিবর্তন এনেছিলাম, যেমন—একটু ধীরে খেলা। তাই শুরুতে সাফল্য পাচ্ছিলাম না। পরে আবার নিজের স্বাভাবিক খেলা খেলেছি বলে প্রিমিয়ার লিগের শেষ দিকে সাফল্য পেয়েছি।’