ঢাকায় ফিরেছেন হাথুরুসিংহে

Looks like you've blocked notifications!

টি-টোয়েন্টি বিশ্বকাপের পরপরই ছুটিতে চলে যান বাংলাদেশ দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহে। দীর্ঘ ছুটি কাটিয়ে শেষ পর্যন্ত ঢাকায় ফিরেছেন এই শ্রীলঙ্কান কোচ। রোববার রাতে অস্ট্রেলিয়া থেকে ফেরেন তিনি।

হাথুরুসিংহে সোমবার সকালে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দলের অনুশীলনেও যোগ দিয়েছেন। নানা কারণেই তাঁর ফিরে আসার প্রক্রিয়াটা দীর্ঘ হয়েছে। গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার ঘটনায় নিরাপত্তাজনিত কারণে বিসিবির পক্ষ থেকেই দেরিতে আসতে বলা হয়েছিল বিদেশি কোচদের।

এদিনের অনুশীলন শেষে ফিরে গেছেন বর্তমান ঠিকানা কুর্মিটোলায়। এখন থেকে তিনি সেখানেই থাকবেন। এর আগে অবশ্য বনানীতে থাকতেন জাতীয় দলের প্রধান কোচ।

হাথুরুসিংহের আগে অবশ্য ঢাকায় ফিরেছেন ফিল্ডিং কোচ রিচার্ড হ্যালসেল ও ট্রেনার মারিও ভিল্লাভারায়ন।

এদিকে সব বিদেশি কোচের নিরাপত্তায় দেহরক্ষীর ব্যবস্থা করেছে বিসিবি। বিসিবির অধীনে থাকা সব বিদেশির সঙ্গেই দেওয়া হচ্ছে একজন করে গানম্যান। এখন থেকে সার্বক্ষণিক তাঁদের সঙ্গে সশস্ত্র দেহরক্ষী থাকবেন।