নারী ক্রিকেট দলের প্রস্তুতি শুরু

Looks like you've blocked notifications!

সেপ্টেম্বরের শুরুতে আয়ারল্যান্ড সফরে যাচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সে লক্ষ্যে ইতিমধ্যে ২২ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বুধবার এদের নিয়েই প্রস্তুতি শুরু হয়েছে।

কোচ আশিকুর রহমান ও ফিটনেস ট্রেনার ইফতেখারুল ইসলামের অধীনে জাহানারা-সালমাদের প্রস্তুতি শুরু হয়। প্রথম দিনে শুধু তাঁদের ফিটনেস ট্রেনিং হয়েছে।

বুধবার শুরু হওয়া এই ক্যাম্প চলবে ২৯ আগস্ট পর্যন্ত। সেপ্টেম্বরে আয়ারল্যান্ড সফরে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ দল। 

২২ সদস্যের নারী দল : সালমা খাতুন, সানজিদা ইসলাম ময়না, আয়শা রহমান শুকতারা, ফারজানা হক পিঙ্কি, লতা মণ্ডল, রুমানা আহমেদ, নিগার সুলতানা, শারমিন আক্তার, শায়লা শারমিন, রিতু মনি, ফাহিমা খাতুন, জাহানারা আলম, নাহিদা আক্তার, পান্না ঘোষ, খাদিজাতুল কোবরা, সুরাইয়া আজমিন, শামিমা সুলতানা, জান্নাতুল ফেরদৌস, হ্যাপি আলম, সুলতানা খাতুন, মুনতাহা হাসনাত ও সুমনা আক্তার।