চমক অব্যাহত রেখেছে রহমতগঞ্জ

Looks like you've blocked notifications!

এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলে শুরু থেকেই চমক দেখিয়ে আসছে পুরোনো ঢাকার দল রহমতগঞ্জ এমএফএস। সেই ধারাবাহিকতা অব্যাহত ময়মনসিংহেও। বুধবার আসরে নিজেদের চতুর্থ ম্যাচে উত্তর বারিধারাকে হারিয়েছে ২-০ গোলের ব্যবধানে।

ময়মনসিংহের রফিক উদ্দিন স্টেডিয়ামে এই জয়ের সুবাদে লিগের পয়েন্ট তালিকায় রহমতগঞ্জের অবস্থান দ্বিতীয় স্থানে। চার ম্যাচ খেলে এখন পর্যন্ত একটি ম্যাচেও হারেনি তারা। দুই জয় এবং দুই ড্রয়ের সুবাদে তাঁদের সংগ্রহ ৮ পয়েন্ট। সমান ৮ পয়েন্ট নিয়ে তাদের উপরে আছে শুধু মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র।

মোহামেডান স্পোর্টিং ক্লাবকে রুখে দিয়ে লিগে রহমতগঞ্জের সূচনা হয়েছিল। সে ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল। পরে ম্যাচে আরো বড় চমক দেখায় তারা, সাবেক চ্যাম্পিয়ন শেখ রাসেল ক্রীড়া চক্রকে ২-০ গোলে হারিয়ে। আরেক সাবেক চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমণ্ডি ক্লাবকে আগের ম্যাচে রুখে দিয়েছিল তারা।  সেই ম্যাচটিও ১-১ গোলে ড্র হয়।  

এদিনের ম্যাচে উত্তর বারিধারার বিপক্ষে জিততে মোটেও বেগ পেতে হয়নি পুরোনো ঢাকার দলটির। ম্যাচে ৪৫ মিনিটে কঙ্গোর ফরোয়ার্ড সিও জুনাপিওর গোলে এগিয়ে যায় তারা। আফ্রিকান ফরোয়ার্ড দাওদা সিসের গোলে ম্যাচের শেষ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে রহমতগঞ্জ। শেষ পর্যন্ত এই ব্যবধানেই খেলা শেষ হয়।