সাঁতারের হিটেই বাদ মাহফিজুর

Looks like you've blocked notifications!

পর পর দুটি অলিম্পিকে বাংলাদেশের হয়ে অংশ নেওয়া এবারের একমাত্র ক্রীড়াবিদ তিনি। গত লন্ডন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের পতাকাও বহন করেছিলেন সাঁতারু মাহফিজুর রহমান। অবশ্য পুলে সেবার ব্যর্থ হয়েছিলেন হিটেই বাদ পড়ে।

রিও অলিম্পিকের সাঁতারের ৫০ মিটার ফ্রি স্টাইলে মাহফিজুর এবারো ব্যর্থ হয়েছেন। প্রতিযোগিতার পাঁচ নম্বর হিটে আটজনের মধ্যে পঞ্চম এবং মোট ৮৫ জনের মধ্যে ৫৪তম হয়েছেন তিনি। তাঁর টাইমিং ২৩.৯২।

পাবনা থেকে উঠে আসা এই সাঁতারু ২০০৩ সালে জাতীয় সাঁতারে প্রথম অংশ নিয়েই স্বর্ণপদক জেতেন। এর পর থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। ঘরোয়া ও আন্তর্জাতিক পর্যায়ে দেশকে বহু সাফল্য এনে দিয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর এই সাঁতারু।

এ ছাড়া ২০১২ সালে তুরস্কের ইস্তাম্বুলে বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপে, ২০১৩ সালে স্পেনের বার্সেলোনায় বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপে ও ২০১৪ সালে গ্লাসগো কমনওয়েলথ গেমসে অংশ নিয়েছেন এই বাংলাদেশি সাঁতারু।