জ্বলে উঠলেন নেইমার, সেমিফাইনালে ব্রাজিল

Looks like you've blocked notifications!

রিও অলিম্পিকের গ্রুপ পর্বে কিছুটা নিষ্প্রভ হয়েই ছিলেন নেইমার। ব্রাজিলও দেখাতে পারেনি আশানুরূপ নৈপুণ্য। তবে নকআউট পর্বে দারুণভাবেই জ্বলে উঠেছেন নেইমার। কলম্বিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনালে ফ্রি-কিক থেকে নিজে করেছেন দর্শনীয় এক গোল। সতীর্থ লুয়ানকে দিয়ে করিয়েছেন আরেকটি। ২-০ গোলের সহজ জয় দিয়ে ব্রাজিলও চলে গেছে সেমিফাইনালে।

১২ মিনিটের মাথায় ব্রাজিলের প্রথম গোলটি এসেছে নেইমারের অসাধারণ এক ফ্রি-কিক থেকে। ৮৩ মিনিটে দলের দ্বিতীয় গোলটিরও নেপথ্য কারিগর ছিলেন নেইমার। তাঁর পাস থেকে বল পেয়েই সেটা জালে জড়িয়ে দিয়েছিলেন লুয়ান। রিও অলিম্পিকের স্বর্ণপদক জয়ের মিশনে নেইমারদের পরবর্তী প্রতিপক্ষ হন্ডুরাস। 

২০১৪ সালের বিশ্বকাপে কলম্বিয়ার বিপক্ষে গুরুতর আহত হয়ে মাঠ ছাড়তে হয়েছিল নেইমারকে। ২০১৫ সালের কোপা আমেরিকাতেও নেইমারকে হতাশ হতে হয়েছিল কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে। সেবার প্রতিপক্ষের এক খেলোয়াড়কে আঘাত করে লাল কার্ড দেখে মাঠ ছেড়েছিলেন ব্রাজিলের অধিনায়ক। পেয়েছিলেন চার ম্যাচের নিষেধাজ্ঞা। এবার অলিম্পিকেও একবার মেজাজ হারিয়েছিলেন নেইমার। প্রথমার্ধের শেষ পর্যায়ে ঝগড়া বাধিয়েছিলেন প্রতিপক্ষের খেলোয়াড়দের সঙ্গে। তবে এবার একটি হলুদ কার্ড দেখেই পার পেয়ে গেছেন নেইমার। 

রিও অলিম্পিকের অপর কোয়ার্টার ফাইনালে পর্তুগালকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে জার্মানি। জায়গা করে নিয়েছে সেমিফাইনালে। আগামী ১৭ আগস্টের সেমিফাইনালে জার্মানির প্রতিপক্ষ নাইজেরিয়া।