টানা তিন অলিম্পিক স্বর্ণ বোল্টের

Looks like you've blocked notifications!

জ্যামাইকার উসাইন বোল্ট ১০০ মিটার স্প্রিন্টে টানা তিনবার অলিম্পিক স্বর্ণপদক পেয়ে বিশ্বরেকর্ড গড়লেন। বাংলাদেশ সময় আজ সোমবার সকালে এ বিশ্বরেকর্ড গড়েন তিনি।

এর আগে ২০০৮-এ বেইজিংয়ে, ২০১২-এ লন্ডনে একই ইভেন্টে স্বর্ণ পান বোল্ট।

এবার ৯.৮১ সেকেন্ড সময় নিয়ে সাফল্য পান ২৯ বছর বয়সী ‘বজ্রবিদ্যুৎ’।

স্বর্ণ পেয়ে বোল্ট বিবিসি স্পোর্টকে বলেন, ‘আমি আশা করেছিলাম, আরো দ্রুত দৌড়াব; কিন্তু আমি জয় পেয়েই খুশি। আমি এখানে পারফর্ম করতে এসেছি, যার করার করেছি।’

এবার ১০০ মিটার স্প্রিন্টে দ্বিতীয় (রৌপ্য) হয়েছেন জ্যামাইকারই জাস্টিন গ্যাটলিন। তৃতীয় (ব্রোঞ্জ) হয়েছেন কানাডার আন্ড্রে ডি গ্রাসে।

গত ফেব্রুয়ারি মাসে উসাইন বোল্ট জানিয়েছিলেন, ২০১৭ সালে বিশ্বচ্যাম্পিয়নশিপসের পর তিনি অ্যাথলেটিকস থেকে অবসর নেবেন। ফলে এটাই ছিল উসাইন বোল্টের শেষ অলিম্পিক।