খুলনা টেস্ট
শেষ বিকেলে মুমিনুল-ট্র্যাজেডি
টানা ১০ টেস্টে ৫০ বা তার চেয়ে বেশি রানের ইনিংস খেলার বিরল কীর্তি গড়ে শতকের পথে এগিয়ে যাচ্ছিলেন মুমিনুল হক। কিন্তু দিনের শেষ ওভারের পঞ্চম বলে ৮০ রান করে আউট হয়ে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামকে স্তব্ধ করে দিয়েছেন এই বাঁ-হাতি ব্যাটসম্যান। আক্ষেপে পুড়তে হয়েছে ওয়ানডে সিরিজের হতাশা কাটিয়ে ছন্দে ফেরা মাহমুদউল্লাহকেও। মাত্র এক রানের জন্য অর্ধশতকের দেখা পাননি বিশ্বকাপে টানা দুই ম্যাচে শতক করা এই ডানহাতি ব্যাটসম্যান। ওপেনার ইমরুল কায়েস অবশ্য অর্ধশতক হাতছাড়া করেননি। তিনজনের দৃঢ়তায় পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনটা ভালোই কেটেছে বাংলাদেশের। দিন শেষে স্বাগতিকদের সংগ্রহ চার উইকেটে ২৩৬ রান।
খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামের উইকেট ব্যাটিং-বান্ধব। কিন্তু প্রথম দিনে আড়াই শ’ রানও না হওয়ায় বাংলাদেশ একটু বেশিই ধীরগতিতে ব্যাট করেছে কি না, এমন প্রশ্ন উঠছেই। টস জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশের শুরুটা ভালোই হয়েছিল। কিন্তু উদ্বোধনী জুটিতে ৫২ রান ওঠার পর মধ্যাহ্ন-বিরতির কিছুক্ষণ আগে ২৫ রান করে আউট হয়ে যান তামিম ইকবাল। অন্য ওপেনার ইমরুল কায়েস অবশ্য আস্থার সঙ্গে খেলছিলেন। কিন্তু ক্যারিয়ারের দ্বিতীয় অর্ধশতক করে বিদায় নেন তিনিও।
urgentPhoto
ওয়ানডে সিরিজে তামিম ছিলেন দুর্দান্ত। প্রথম দুই ম্যাচে শতক করে সমালোচকদের মুখ বন্ধ করে দেওয়া এই বাঁ-হাতির ব্যাট থেকে তৃতীয় ম্যাচেও এসেছিল ৬৪ রানের একটা ভালো ইনিংস। তবে মঙ্গলবার সেই প্রত্যয়ী তামিমের দেখা পাওয়া যায়নি। দিনের ২০তম ওভারে জুলফিকার বাবরের বলে ব্যাকওয়ার্ড শর্ট লেগে ক্যাচ দিলেও মোহাম্মদ হাফিজের ব্যর্থতায় বেঁচে যান তিনি। তবে ‘জীবন’ পাওয়ার সুযোগ কাজে লাগাতে ব্যর্থ তামিম। ২৭তম ওভারের শেষ বলে লেগস্পিনার ইয়াসির শাহর ঘূর্ণিতে বিভ্রান্ত হয়ে শর্ট লেগে ক্যাচ দেন আজহার আলীকে। তামিমের ৭৪ বলে খেলা ২৫ রানের ইনিংসে চার তিনটি।
ইমরুলও আরেক স্পিনারের শিকার। মোহাম্মদ হাফিজকে ফিরতি ক্যাচ দেওয়ার আগে ৫১ রান করেছেন তিনি। ১৩০ বলে অনেক ধৈর্যে গড়া ইনিংসটিতে ছিল ছয়টি চার। তৃতীয় উইকেটে মাহমুদউল্লাহ ও মুমিনুল গড়েছিলেন ৯৫ রানের জুটি। ৭৪তম ওভারে মাহমুদউল্লাহকে আউট করে পাকিস্তান শিবিরে স্বস্তি ফেরান ওয়াহাব রিয়াজ। ৪৯ রান করে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরে যান মাহমুদউল্লাহ।
পঞ্চম উইকেটে ৪৯ রানের জুটি গড়ে ভালোমতোই এগিয়ে যাচ্ছিলেন মুমিনুল ও সাকিব। কিন্তু জুলফিকার বাবরের করা দিনের শেষ ওভারের পঞ্চম বলে ঘটে যায় ‘ট্র্যাজেডি’। ৮০ রান করে মুমিনুল পড়েন এলবিডব্লিউর ফাঁদে। ১৬২ বলে ইনিংসটিতে আটটি চার।
খুলনায় টেস্টে অভিষেক হয়েছে তৃতীয় ওয়ানডেতে দুর্দান্ত শতক করা বাঁ-হাতি ব্যাটসম্যান সৌম্য সরকার ও ডানহাতি পেসার মোহাম্মদ শহীদের। আছেন মুমিনুল হক, শুভাগত হোম আর তাইজুল ইসলামও। গত নভেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ টেস্টে তিনজনই খেলেছিলেন।
সাঈদ আজমলকে দলে রাখেনি পাকিস্তান। অবৈধ বোলিং অ্যাকশন শুধরে প্রায় ছয় মাস পর দলে ফিরলেও প্রথম দুই ওয়ানডেতে তেমন ভালো করতে পারেননি এই অফস্পিনার। সফরের শুরুতে একমাত্র প্রস্তুতি ম্যাচে বাঁ-হাতের বুড়ো আঙুলে ব্যথা পেয়ে ওয়ানডে সিরিজ ও টি-টোয়েন্টি খেলতে না পারা লেগস্পিনার ইয়াসির শাহকে দলে নিয়েছে পাকিস্তান। টেস্ট অভিষেক হয়েছে বাঁ-হাতি ব্যাটসম্যান সামি আসলামের।
খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে এটা তৃতীয় টেস্ট। ২০১২ সালে প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে গেলেও গত বছর জিম্বাবুয়েকে ৩-০তে হোয়াইটওয়াশ করার পথে দ্বিতীয় টেস্টে জিম্বাবুয়েকে হারিয়েছিল বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর :
বাংলাদেশ প্রথম ইনিংস: ৮৯.৫ ওভারে ২৩৬/৪ (তামিম ২৫, ইমরুল ৫১, মুমিনুল ৮০, মাহমুদউল্লাহ ৪৯, সাকিব ১৯*; হাফিজ ১/৩৮, ওয়াহাব ১/৪০, বাবর ১/৫৫, ইয়াসির ১/৫৮)।