বিশ্ব রিলেতে বোল্টের জ্যামাইকার হার

Looks like you've blocked notifications!
যুক্তরাষ্ট্রের পেছনে থেকে দ্বিতীয় হয়ে হতাশ বিশ্বের দ্রুততম মানব উসাইন বোল্ট। ছবি : এএফপি

বিশ্ব রিলে প্রতিযোগিতার প্রথম আসরে অংশ নেননি উসাইন বোল্ট। দ্বিতীয় অর্থাৎ এবারের আসরে অংশ নেওয়ার ঘোষণা দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন তিনি। তবে শুরুটা মোটেই ভালো হলো না বিশ্বের দ্রুততম মানবের। ৪x১০০ মিটার রিলেতে যুক্তরাষ্ট্রের পেছনে থেকে দ্বিতীয় হয়েছে বোল্টের জ্যামাইকা।

বাহামার রাজধানী ন্যাস’র টমাস রবিনসন স্টেডিয়ামে মাইক রজার্স, জাস্টিন গ্যাটলিন ও টাইসন গে প্রথম তিন লেগ শেষে প্রায় পাঁচ মিটার এগিয়ে দিয়েছিলেন যুক্তরাষ্ট্রকে। শেষ লেগে ব্যাটন হাতে পান বোল্ট। কিন্তু প্রাণপণ দৌড়েও রায়ান বেইলিকে পেছনে ফেলতে পারেননি অলিম্পিকে ছয়টি সোনা বিজয়ী। মার্কিনিদের টাইমিং ৩৭.৩৮ সেকেন্ড, আর জ্যামাইকানদের ৩৭.৬৮। জাপানের অবস্থান তৃতীয়।  

হেরে গিয়ে স্বাভাবিকভাবেই বোল্ট হতাশ। তবে এই হার থেকে শিক্ষা নিয়ে আগামীতে সাফল্য পেতে উন্মুখ ‘লাইটনিং বোল্ট’, ‘মার্কিন দল খুব ভালো প্রস্তুতি নিয়ে এসেছে। ওরা ওদের জাতীয় রেকর্ডও স্পর্শ করেছে। এই ফলে আমি খুব বেশি বিস্মিত নই। আমি যে এখানে আসতে পেরেছি এটাই সবচেয়ে ভালো ব্যাপার। প্রত্যেক হার থেকেই শিক্ষা নিতে চাই। দলগতভাবে আমরা তেমন ভালো অবস্থায় নেই। আমি নিজেও সেরা ছন্দে নেই।’

ছন্দে ফেরার উপায়ও বাতলে দিয়েছেন ১০০ ও ২০০ মিটারে বিশ্বরেকর্ডের মালিক বোল্ট, ‘আমাকে তিন মাস কঠোর পরিশ্রম করতে হবে। আর তাহলেই আগামী আগস্টে বেইজিংয়ে অনুষ্ঠেয় বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে সাফল্য পেতে সমস্যা হবে না।’