আবারও অবসর ঘোষণা গেব্রাসেলাসের

Looks like you've blocked notifications!
২০১২ সালে ভিয়েনা সিটি ম্যারাথন জিতে হাইলে গেব্রাসেলাসের উচ্ছ্বাস। ছবি : এএফপি

২০১০ সালের নভেম্বরে একবার অবসরের ঘোষণা দিলেও ট্র্যাকের মায়া ছাড়তে পারেননি হাইলে গেব্রাসেলাসে। ইথিওপিয়ার এই কিংবদন্তি দৌড়বিদ এরপর দূরপাল্লার দৌড়ে পেয়েছেন আরো কিছু সাফল্য। আবারও অবসরের ঘোষণা দিয়েছেন দুটি অলিম্পিক সোনাজয়ী।

প্রায় সাড়ে চার বছর আগে হাঁটুর চোটের কারণে নিউইয়র্ক ম্যারাথন থেকে ছিটকে পড়ার পর অবসরের ঘোষণা দিয়েছিলেন গেব্রাসেলাসে। কিন্তু কয়েক মাস পরই ফিরে আসেন ট্র্যাকে। আরো একবার প্রতিযোগিতামূলক দৌড় থেকে অবসরের ঘোষণা দিয়ে ৪২ বছর বয়সী গেব্রাসেলাসে টুইটারে লিখেছেন, ‘আমি প্রতিযোগিতামূলক দৌড় থেকে অবসর নিচ্ছি। তবে দৌড়বিদ হিসেবে নয়। আমি কখনোই দৌড় বন্ধ করব না। দৌড়ের একজন দূত হিসেবে বাকি জীবন চালিয়ে যেতে চাই।’

১৯৯৩ সাল থেকে টানা চারবার বিশ্ব চ্যাম্পিয়নশিপে ১০ হাজার মিটার দৌড়ে সোনা জিতেছেন গেব্রাসেলাসে। এই ইভেন্টে ১৯৯৬ ও ২০০০ সালের অলিম্পিক শিরোপাও তাঁর অধিকারে। ১০ হাজার মিটারে বিশ্ব রেকর্ড গড়েছেন তিনবার। এ ছাড়া বার্লিন ম্যারাথন জয় করেছেন চারবার, ‘গ্রেট ম্যানচেস্টার রান’ প্রতিযোগিতা পাঁচ বার।

সেই ম্যানচেস্টারে এবার ষোড়শ হয়ে অবসরের ঘোষণা দিলেন গেব্রাসেলাসে। বর্ণাঢ্য ক্যারিয়ার শেষে সন্তুষ্টিই প্রকাশ করেছেন তিনি, ‘এখানে থামতে পেরে ভালো লাগছে। জানতাম যে এটাই হতে যাচ্ছে আমার শেষ প্রতিযোগিতা।’