ব্রেথওয়েটের বিরল কীর্তিতে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ

ইনিংসের শুরু থেকে শেষ পর্যন্ত ব্যাটিং করতে খুব কমই দেখা যায় ব্যাটসম্যানদের। বিরল সেই কীর্তিটিই করেছেন ওয়েস্ট ইন্ডিজের ওপেনার ক্রেইগ ব্রেথওয়েট। শুরু থেকে শেষ পর্যন্ত ব্যাটিং করে ১৪২ রানে অপরাজিত ছিলেন এই ডানহাতি ব্যাটসম্যান। পাকিস্তানের বিপক্ষে তৃতীয় টেস্টে ব্রেথওয়েটের দারুণ ব্যাটিংয়ে ভর করেই ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে পেয়েছিল ৫৬ রানের লিড। পরে তৃতীয় দিনে দ্রুতই পাকিস্তানের চারটি উইকেট তুলে নিয়ে শক্ত অবস্থান তৈরি করেছে ক্যারিবীয়রা।
প্রথম ইনিংসে পাকিস্তানের করা ২৮১ রানের জবাবে ওয়েস্ট ইন্ডিজ করেছে ৩৩৭ রান। ৫৬ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে ৪৮ রান সংগ্রহ করতেই পাকিস্তান হারিয়েছিল চারটি উইকেট। শারজাহ টেস্টের তৃতীয় দিন শেষে পাকিস্তানের স্কোর : ৮৭/৪। দ্বিতীয় ইনিংসে এগিয়ে আছে ৩১ রানে।
ব্রেথওয়েটের আগে ওয়েস্ট ইন্ডিজের সর্বশেষ ব্যাটসম্যান হিসেবে শুরু থেকে শেষ পর্যন্ত ব্যাটিং করতে দেখা গিয়েছিল ক্রিস গেইলকে। ২০০৯-১০ মৌসুমে অস্ট্রেলিয়ার বিপক্ষে এই কীর্তি গড়েছিলেন গেইল। আর সব মিলিয়ে ওয়েস্ট ইন্ডিজের মাত্র পাঁচজন ব্যাটসম্যান গড়েছেন ‘ক্যারিং দ্য ব্যাট’-এর কীর্তি। ব্রেথওয়েট-গেইলদের আগে এই তালিকায় নাম লিখেছিলেন কিংবদন্তি ব্যাটসম্যান ডেসমন্ড হেইন্স, ফ্রাঙ্ক ওরেল ও কোনরাড হান্টে।
ওয়াহাব রিয়াজ, মোহাম্মদ আমিরদের দারুণ বোলিংয়ের সামনে প্রায় একাই লড়াই করেছেন ব্রেথওয়েট। তাঁর ১৪২ রানের পর উইন্ডিজের দ্বিতীয় সর্বোচ্চ ৫০ রানের ইনিংসটি এসেছে রোস্টন চেসের ব্যাট থেকে। ৪৭ রান করেছেন শেন ডরউইচ। পাকিস্তানের পক্ষে পাঁচটি উইকেট নিয়েছেন ওয়াহাব রিয়াজ। তিনটি উইকেট গেছে আমিরের ঝুলিতে।
শারজাহ টেস্টের তৃতীয় দিনের শেষ ভাগে পাকিস্তান পড়েছে ব্যাটিং বিপর্যয়ের মুখে। প্রথম ১৪ ওভার নির্বিঘ্নে কাটালেও পরবর্তী আট ওভারের মধ্যে হারিয়েছে শীর্ষ চার ব্যাটসম্যান সামি আসলাম (১৭), আসাদ শফিক (০), ইউনুস খান (০) ও অধিনায়ক মিসবাহ উল হকের (৪) উইকেট। পঞ্চম উইকেটে ৩৯ রানের জুটি গড়ে দিনের বাকি সময় ভালোভাবেই পার করেছেন আজহার আলী ও সরফরাজ আহমেদ। ৪৫ রান নিয়ে অপরাজিত আছেন আজহার। সরফরাজ দিন শেষ করছেন ১৯ রান নিয়ে।