বিপিএলের টাইটেল স্পন্সর একেএস স্টিল
আগামীকাল শুক্রবার শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল)চতুর্থ আসর। এই আসরের নতুন টাইটেল স্পন্সর হয়েছে একেএস স্টিল। বৃহস্পতিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দিয়েছে।
তাই এবারের আসরের নাম থাকছে ‘একেএস বিপিএল টি-টোয়েন্টি’। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এ উপলক্ষে এক সংবাদ সম্মেলনে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক বলেন, ‘নতুন স্পন্সর হিসেবে একেএস স্টিলকে পেয়ে আমরা খুবই আনন্দিত। আশা করছি তারা ভবিব্যতেও আমাদের পাশে থাকবে এবং ক্রিকেটকে এগিয়ে নিতে অবদান রাখবে।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্পন্সর কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক নওশাদ করিম চৌধুরী। বিপিএলের স্পন্সর হতে পেরে দারুণ খুশি হয়ে তিনি বলেন, ‘কিছুদিন বিরতি দিয়ে আবার ক্রিকেটের সঙ্গে যুক্ত হতে পেরে বেশ আনন্দিত আমরা। আশা করছি এই টুর্নামেন্ট দেশের ক্রিকেটকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
কাল উদ্বোধনী দিনে দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথম ম্যাচে মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ানস ও রাজশাহী কিংস। উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে লড়বে রংপুর রাইডার্স ও খুলনা টাইটানস। দিনের প্রথম ম্যাচ শুরু হবে দুপুর ২টায়। আর দ্বিতীয় ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৭টায়।
এবারের আসরে সাতটি দল অংশ নিচ্ছে। দলগুলো হচ্ছে-ঢাকা ডায়নামাইটস, চিটাগং ভাইকিংস, বরিশাল বুলস, খুলনা টাইটানস, রাজশাহী কিংস, রংপুর রাইডার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ানস।