পারিশ্রমিক নিয়ে ঝামেলা চান না সাকিব
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে প্রতিবারই কোনো না কোনো ঝামেলা হয়ে থাকে। বিশেষ করে প্রথম দুই আসরে পারিশ্রমিক নিয়ে বড় জটিলতা তৈরি হয়েছিল। তৃতীয় আসরেও একই অভিযোগ উঠেছিল সিলেট সুপারস্টার্সের বিপক্ষে।
ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেটের সবচেয়ে বড় আসরে পারিশ্রমিক নিয়ে আর কোনো জটিলতা দেখতে চান না বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তিনি আশা করেন, এবার অন্তত ঝামেলামুক্ত থাকবে আসরটি। রোববার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের সাকিব বলেন, 'পারিশ্রমিক নিয়ে ঝামেলা না হলে খুবই ভালো হবে। আশা করব, ফ্র্যাঞ্চাইজিগুলো বিষয়টি ভালোভাবে বিবেচনা করবে। কারণ, অনেক খেলোয়াড়ই এই পারিশ্রমিকের ওপর নির্ভরশীল।'
আসলেও তাই, এই পারিশ্রমিক নিয়ে প্রথম দুই আসরে চরম জটিলতা তৈরি হয়েছিল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) খেলোয়াড় ও ফ্র্যাঞ্চাইজিদের নিয়ে বেশ কয়েকবার দেনদরবার করেছিল। পরে অবশ্য বিসিবি দায়িত্ব নিয়েই খেলোয়াড়দের টাকা পরিশোধ করে।
আর তৃতীয় আসরে সিলেটের ফ্র্যাঞ্চাইজিদের বিপক্ষে পারিশ্রমিক নিয়ে ঝামেলার বিষয়টি সরাসরি সংবাদ সম্মেলনে বলেছিলেন দলটির অধিনায়ক শহীদ আফ্রিদি। পাকিস্তানি এই ক্রিকেটার সরাসরিই বলেছিলেন, পারিশ্রমিক না পাওয়ায় খেলোয়াড়রা ভালো পারফর্ম করতে পারেনি।
গত আসরে রংপুর রাইডার্সে খেলা সাকিব এবার ঢাকায়। দলের অধিনায়ক হিসেবেও তাঁর নাম ঘোষণা করেছে ঢাকা ডায়নামাইটস। আর সহ-অধিনায়ক থাকবেন নাসির হোসেন।