আবারও ইনজুরিতে ডেল স্টেইন
ইনজুরি ভালোই ভোগাচ্ছে ডেল স্টেইনকে। চোট কাটিয়ে কেবলই বিধ্বংসী রূপে ফিরতে শুরু করেছিলেন এ সময়ের অন্যতম সেরা এই পেসার। কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের শুরুতে আবার কাঁধে আঘাত পেয়েছেন স্টেইন। ফলে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের বাকি সময়টা দর্শক হয়ে থাকতে হবে ডানহাতি এই পেসারকে।
পার্থ টেস্টের দ্বিতীয় দিনে স্টেইনের হাত ধরেই প্রথম সাফল্যটা পেয়েছিল দক্ষিণ আফ্রিকা। ঝড়ো ব্যাটিং করতে থাকা ডেভিড ওয়ার্নারকে ৯৭ রানে থামিয়ে দিয়েছিলেন স্টেইন। কিন্তু কিছুক্ষণ পরে তাঁকেও ওয়ার্নারের মতো ফিরতে হয়েছে সাজঘরে। অস্ট্রেলিয়ার ইনিংসের ৩৮তম ওভারে বল করার সময় কাঁধে চোট পান স্টেইন। সঙ্গে সঙ্গেই ফিজিও এসে তাঁকে নিয়ে যান মাঠের বাইরে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের বাকি ম্যাচগুলোতেও যে খেলতে পারবেন না, সেটাও প্রায় নিশ্চিত হয়ে গেছে। দক্ষিণ আফ্রিকা তাদের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে নিশ্চিত করেছে যে, প্রতিভাবান এই পেসারকে আরো নিবিড়ভাবে পর্যবেক্ষণের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
গত বছর ডিসেম্বরে সাউথ আফ্রিকায় অনুষ্ঠিত ডারবান টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে খেলতে নেমে ম্যাচের মাঝামাঝি সময়ে কাঁধে চোট পেয়েছিলেন স্টেইন। খেলতে পারেননি সিরিজের বাকি সময়টুকু।
স্টেইন আবার মাঠে ফেরেন ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে। কিন্তু ইনজুরি থেকে ফিরে খুব একটা ভালো পারফরমেন্স দেখাতে পারেননি। গত আগস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে আবার স্বরূপে ফিরেছিলেন ‘স্টেইনগান’। দুই ম্যাচে নিয়েছিলেন ১০ উইকেট। বৃষ্টির কারণে খেলা বন্ধ না হলে হয়তো আরো সমৃদ্ধ হতো পরিসংখ্যান। কিন্তু নতুন এই ইনজুরির ফলে আবার অনিশ্চয়তার মুখে পড়ে গেল স্টেইনের ক্রিকেট ক্যারিয়ার।
এ বছরের শুরুতে স্টেইনের ইনজুরির পর ফাফ দু প্লেসি মন্তব্য করেছিলেন যে, খুব শিগগিরই অবসর নেবেন না ৩৩ বছর বয়সী এই পেসার। কিন্তু এই মন্তব্যের আট মাসেরও কম সময়ের মধ্যে আবার ইনজুরিতে পড়ায় অশুভ ছায়াই দেখা যাচ্ছে স্টেইনের আন্তর্জাতিক ক্যারিয়ারে।