জাতীয় জুনিয়র অ্যাথলেটিকস শুক্রবার শুরু

Looks like you've blocked notifications!
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন নারায়ণগঞ্জের সংসদ সদস্য শামীম ওসমান। ছবি : সংগৃহীত

দুই দিনব্যাপী জাতীয় জুনিয়র অ্যাথলেটিক্স প্রতিযোগিতা শুক্রবার শুরু হচ্ছে। দুই বিভাগে প্রায় ৫০০ অ্যাথলেট এই প্রতিযোগিতায় অংশ নেবে। বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছে বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশন। 

১৮ থেকে ১৯ বছরের অ্যাথলেটরা ১০টি ইভেন্টে এবং অনূর্ধ্ব-১৭ বিভাগে ৯টি ইভেন্টে এই প্রতিযোগিতায় নামবে। 

নারায়ণগঞ্জের সংসদ সদস্য শামীম ওসমানের বাবা এ কে এম শামসুজ্জোহা স্মৃতি ফাউন্ডেশন এই প্রতিযোগিতার পৃষ্ঠপোষকতা করবে। এ দিন এক সংবাদ সম্মেলনে শামীম ওসমান বলেন, ‘আমরা অ্যাথলেটিক্সের সঙ্গে সব সময় থাকব। যত দিন সামর্থ্য থাকবে অ্যাথলেটিক্সের পৃষ্ঠপোষকতা করব।’

শামসুজ্জোহা স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি ও শামীম ওসমানের ছেলে অয়ন রহমান এবং অ্যাথলেটিক্স ফেডারেশেনের সাধারণ সম্পাদক ইব্রাহিম চেঙ্গিশ এই সময় উপস্থিত ছিলেন।