জুনিয়র অ্যাথলেটিকসে রচি-আয়শার ঔজ্জ্বল্য

Looks like you've blocked notifications!
জাতীয় জুনিয়র অ্যাথলেটিকস প্রতিযোগিতার অনূর্ধ্ব-১৭ বিভাগে দ্রততম মানব বিকেএসপির আশরাফুজ্জামান রচি এবং দ্রুততম মানবী আয়শা সিদ্দিকা। ছবি : সংগৃহীত

জাতীয় জুনিয়র অ্যাথলেটিকস প্রতিযোগিতায় অনূর্ধ্ব-১৭ বিভাগে দ্রুততম মানব হয়েছেন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) আশরাফুজ্জামান রচি। প্রতিযোগিতার দ্রুততম মানবী হন একই প্রতিষ্ঠানের আয়শা সিদ্দিকা।

শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাগেরহাটের অ্যাথলেট আশরাফুজ্জামান ১০ দশমিক ৯০ সেকেন্ড সময় নিয়ে দ্রুততম মানব হন। এই ইভেন্টে গতবারও সেরা হয়েছিলেন তিনি। সেবার অবশ্য আরো কম সময় নিয়েছিলেন তিনি, ১০ দশমিক ৭০ সেকেন্ড।

সেরা হয়ে আশরাফুজ্জামান খুশি হলেও কিছুটা অসন্তুষ্টি ঝরে পড়েছে নিজের টাইমিং অতিক্রম করতে না পেরে, ‘আবারো জুনিয়র মিটের অনূর্ধ্ব-১৭ বিভাগে দ্রুততম মানব হয়েছি, তাই ভালো তো লাগছেই। তবে গতবারের টাইমিং অতিক্রম করতে পারলে আরো ভালো লাগত।’

দ্রুততম মানবী আয়শা সিদ্দিকা ১০০ মিটার অতিক্রম করেন ১২ দশমিক ৭৫ সেকেন্ড সময় নিয়ে। লালমনিরহাটের এই অ্যাথলেট ২০১৩ সালেও এই ইভেন্টে সেরা হয়েছিল। তবে চোটের কারণে গতবার তিনি খেলতে পারনেনি।

ট্র্যাকে ফিরে আবার সাফল্য পেয়ে দারুণ খুশি আয়শা বলেন, ‘জুনিয়র মিটে ভালো করতে পেরেছি বলে ভালোই লাগছে। এবার আমার লক্ষ্য সিনিয়র মিটে খেলা। আশা করছি, এই আত্মবিশ্বাস আমার কাজে আসবে সিনিয়র মিটে।’