নিজের অবসর নিয়ে যে তথ্য দিলেন ধোনি
মহেন্দ্র সিং ধোনি যতটা ভারতীয় ক্রিকেটের, প্রায় ততটাই চেন্নাইয়ের। আইপিএলের শুরু থেকেই খেলছেন চেন্নাইয়ের হলুদ জার্সিতে। সময়ের পালাক্রমে এবার হলুদ জার্সিও তুলে রাখার দিন আসতে চলেছে। কিন্তু, ধোনি কি তা আসতে দেবেন এখনই?
আইপিএলের প্রথম কোয়ালিফায়ারে গতকাল মঙ্গলবার (২৩ মে) বর্তমান চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্সকে হারিয়ে ফাইনালে উঠেছে চেন্নাই সুপার কিংস। এতেই ইতিহাস গড়লেন ধোনি। অধিনায়ক হিসেবে দশমবারের মতো আইপিএলের ফাইনালে ওঠা একমাত্র খেলোয়াড় এখন তিনি।
ধোনির ক্যারিয়ারের পুরোটাই অর্জনের পালকে মোড়ানো। শূন্যতার কিছু নেই। জাতীয় দল, ক্লাব, ব্যক্তিগত অর্জনের পাশাপাশি ভক্তদের ভালোবাসায় সিক্ত ৪১ বছর বয়সী ধোনিকে কাল ম্যাচ শেষে জিজ্ঞেস করা হয়েছে, এবার বিদায় বলার সময় হয়েছে কিনা? ক্যাপ্টেন কুল সাফ জানিয়ে দিলেন, এখনই না! এমনটিই জানিয়েছে ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দু।
আজ বুধবার (২৪ মে) প্রকাশিত দ্য হিন্দুর একটি প্রতিবেদনে অনুসারে ধারাভাষ্যকার হার্শা ভোগলের প্রশ্নের জবাবে ধোনি বলেন, ‘এটা ঠিক জানি না আমি। আমার হাতে এখনও আট-নয় মাস সময় আছে। এটি নিয়ে এখন ভাবছি না। সিদ্ধান্ত নেওয়ার পর্যাপ্ত সময় আছে। ডিসেম্বরে আইপিএলের নিলাম। আমি সবসময় চেন্নাইয়ে আসতে চাই, খেলোয়াড় কিংবা অন্য ভূমিকায়।’
চেন্নাইয়ের ঘরের মাঠ এম চিদাম্বরম স্টেডিয়ামে কোয়ালিফায়ার জয়ের পর যখন কথা বলতে আসেন ধোনি, গ্যালারিতে তখন গগনবিদারি চিৎকার। যে চিৎকার জানান দেয় নিজেদের মহানায়কের প্রতি তাদের ভালোবাসা।
বয়স ৪১ হলেও ব্যাট হাতে ধোনির মাঠে নামা এখনও প্রতিপক্ষের জন্য ভয়ের ব্যাপার। সঙ্গে ঠাণ্ডা মাথার অধিনায়কত্ব তো আছেই। যে মাথা দিয়ে জয় করেছেন ক্রিকেট বিশ্ব।