বর্ণবাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা রাফিনহার

Looks like you've blocked notifications!
রাফিনহার জার্সিতে বর্ণবাদ বিরোধী স্লোগান। ছবি : এএফপি

স্প্যানিশ ফুটবলে আবারও বর্ণবাদের শিকার হয়েছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র। ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচে গ্যালারি থেকে ভিনিসিয়াসকে শুনতে হয়েছে বর্ণবাদী স্লোগান। বারবার এমন ঘটনার পুনরাবৃত্তিতে বর্ণবাদের বিপক্ষে যুদ্ধের ঘোষণা দিয়েছেন তার জাতীয় দলের সতীর্থ ও বার্সেলোনা ফরোয়ার্ড রাফিনহা।

রিয়াল ভায়োদোলিদের বিপক্ষে ম্যাচের ৬৩তম মিনিটে যখন রাফিনহাকে তুলে নেওয়া হয় তখন মাঠ ছাড়ার সময় জার্সি খুলে ফেলেন তিনি। জার্সির নিচে তার গায়ের গেঞ্জিতে লেখা ছিল, ‘বর্ণবাদীরা ফুটবল থেকে দূরে থাক। যতদিন পর্যন্ত চোখের জ্যোতির চেয়ে গায়ের রং বেশি গুরুত্বপূর্ণ হয়ে থাকবে, ততদিন পর্যন্ত যুদ্ধ থাকবে। ভিনি, তোমার সঙ্গে আছি আমি।’

ম্যাচ শুরুর আগেই দুই দলের খেলোয়াড়রা মাঠে বর্ণবাদী ফুটবল থেকে বিতাড়িত হও- লেখা একটি ব্যানার নিয়ে পাশাপাশি দাঁড়িয়েছিল। বার্সেলোনা ও রিয়াল সোসিয়েদাদের মধ্যকার ম্যাচের সম্প্রচারেও বর্ণবাদবিরোধী স্লোগান প্রচার করা হয়েছে।

ভ্যালেন্সিয়ার মাঠে বর্ণবাদের শিকার হন ভিনিসিয়াস। প্রায় প্রতিটি অ্যাওয়ে ম্যাচেই এমন ব্যবহারের মুখোমুখি হতে হচ্ছে এই ব্রাজিলিয়ান তারকাকে। তবে ভ্যালেন্সিয়ার মাঠে যা হয়েছে তা, যেন মাত্র ছাড়িয়ে গিয়েছিল। মূলত সেই ম্যাচ শেষে সামাজিকমাধ্যমে ভিনিসিয়ুসের বার্তাতেই নড়েচড়ে বসে ফুটবল বিশ্ব। এই ঘটনায় ক্লাব ও দেশের সীমানা ছাড়িয়েও অনেকেই পাশে দাঁড়িয়েছেন তার।