জামাইষষ্ঠীতে লিটনের বাহারি ভোজ

Looks like you've blocked notifications!
লিটনের জামাইষষ্ঠী। ছবি : লিটনের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে নেওয়া

বাঙালির বারো মাসে তেরো পার্বণ। সেই উৎসবগুলোর মধ্যে অন্যতম জামাইষষ্ঠী। হিন্দু সম্প্রদায়ের অন্যতম উৎসব জামাইষষ্ঠী। এই দিনে মেয়ের জামাইকে বাড়িতে নিমন্ত্রণ করে নানারকম খাওয়াদাওয়ার পাশাপাশি আশীর্বাদ দেন শাশুড়িরা। মূলত জামাইকে বিশেষভাবে অ্যাপায়ন করতেই এই বিশেষ দিনটি পালন করা হয়। 

আজ বৃহস্পতিবার (২৫ মে) জাতীয় দলের ক্রিকেটার লিটন কুমার দাস নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে জামাইষষ্ঠীর ছবি পোস্ট করেন। ক্যাপশনে লিখেছেন, ‘জামাইষষ্ঠী।’

জামাইষষ্ঠী খেতে গিয়ে যে বিপুল সমাদর পেয়েছেন লিটন। ছবিতে দেখা যায়, লিটনের সামনে অনেক ধরনের খাবার রাখা। যেখানে মাছ-মাংস থেকে শুরু করে দই-মিষ্টি, লুচি-পায়েস, ফলমূল, শরবত- কি নেই সেখানে! পাঞ্জাবিতে লিটনকে দেখতেও বেশ লাগছিল।

পোস্টের কমেন্টে ভক্তরা লিটনকে শুভেচ্ছা জানিয়েছেন। আগামী মাসেই আফগানিস্তান সিরিজ। সেই সিরিজকে সামনে রেখে অনুশীলনে প্রতিনিয়তই ঘাম ঝড়াচ্ছেন লিটন। সাকিবের অনুপস্থিতিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে অধিনায়কের দায়িত্ব পালন করবেন লিটন। আয়ারল্যান্ড সিরিজ ব্যাট হাতে সামর্থ্যের প্রমাণ না দিতে পারলেও আফগানিস্তান সিরিজে ছন্দে ফিরতে মরিয়া এই ডানহাতি ওপেনার।