মেসির রেকর্ড গড়ার ম্যাচে লিগ শিরোপা জিতল পিএসজি

Looks like you've blocked notifications!
পিএসজি বনাম স্ট্রাসবুর্গ ম্যাচ। ছবি : পিএসজির ভেরিফায়েড ফেসবুক থেকে নেওয়া

মেসির পিএসজিতে থাকার বিষয়টি নিয়ে এখনও রয়েছে অনিশ্চয়তা। তাকে নিয়ে নিয়মিতই কতশত গুঞ্জন চাউর হয়। তবে, আর্জেন্টাইন তারকা এসবের থোরাই কেয়ার না করে খেলে চলেছেন আপন মহিমায়। এবার ক্রিস্টিয়ানো রোনালদোকে পেছনে ফেলে নতুন কীর্তি গড়লেন বিশ্বকাপজয়ী মেসি।

গতকাল শনিবার (২৭ মে) দিনগত রাতে লিগ ওয়ানে স্ট্রাসবুর্গের মাঠে মেসির ইতিহাস গড়ার ম্যাচে ১-১ গোলে ড্র করে পিএসজি। ম্যাচ না জিতলেও টানা দ্বিতীয় ও সবমিলিয়ে একাদশ শিরোপা জিতেছে ফরাসি ক্লাবটি। রোনালদোকে ছাড়িয়ে এই মহাতারকা গড়লেন ইউরোপের শীর্ষ পাঁচ লিগের হিসাবে সর্বোচ্চ গোলের রেকর্ড। পর্তুগিজ মহাতারকা রোনালদো ৪৯৫ গোল করেছিলেন ৬২৬ ম‍্যাচে। আর্জেন্টাইন জাদুকর তাকে ছাড়িয়ে গেলেন কেবল ৫৭৭ ম‍্যাচেই।

ম্যাচের দশম মিনিটে প্রথম সুযোগ পেয়েছিল কিলিয়ান এমবাপ্পে। তবে, এগিয়ে এসে বিপদ থেকে দলকে রক্ষা করেন স্ট্রাসবুর্গ গোলরক্ষক ম্যাটস সেলস। সেযাত্রায় গোলবঞ্চিত হয় পিএসজি। এরপর ১৫তম মিনিটে পাস দিতে গিয়ে পিএসজির ভুলে বল পেয়ে যায় স্ট্রাসবুর্গ। কোণাকুণি শট নিলেও, সার্জিও রামোসের কল্যাণে সেই যাত্রায় বেঁচে যায় তারা।

এরপর ম্যাচের ৩০তম মিনিটে আরও একবার পিএসজি গোলরক্ষক দলকে রক্ষা করেন। এর আট মিনিট পর এগিয়ে যেতে পারত স্বাগতিকরা। দিয়ালোর বুলেট গতির শট পোস্টে লেগে ফিরে আসে। এরপর গোলশূন্য ড্র নিয়ে বিরতিতে যায় দু’দল। দ্বিতীয়ার্ধে গোল পেতে মরিয়া প্যারিসিয়ানরা স্ট্রাসবুর্গ প্রতিরোধ ভাঙার জন্য একের পর এক আক্রমণ চালায়। কিন্তু তেমন সুযোগ তৈরি করতে পারছিল না পিএসজি। অবশেষে মেসি সেই আক্ষেপ পূরণ করেন। এমবাপ্পের পাস থেকে ফিনিশিংয়ের কাজটা সারেন আর্জেন্টাইন অধিনায়ক। চলতি আসরে এটি তার ১৬তম গোল। এর মাধ্যমে তিনি ইউরোপের শীর্ষ পাঁচ লিগে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়ে ফেললেন।

ব্যবধান দ্বিগুণ করার সুযোগ এসেছিল এমবাপ্পের হাত ধরে। ম্যাচের ৭০তম মিনিটে মেসির বাড়ানো বলে পেনাল্টি স্পটের কাছ থেকে এমবাপ্পে শট নিলেও তিনি লক্ষ্যে রাখতে পারেননি। একের পর এক আক্রমণ করে যাওয়া স্ট্রাসবুর্গ সমতায় ফিরে ম্যাচের ৭৯তম মিনিটে। সানসনের শট ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন দোন্নারুমা। ফিরতি শটে বাকি কাজটা সারেন পিএসজিরই সাবেক খেলোয়াড় কেভিন গামেইরো।

এরপর বাকি সময়ে পিএসজিকে আটকে রেখে ড্র নিয়েই মাঠ ছাড়ে স্ট্রাসবুর্গ। ফরাসি চ‍্যাম্পিয়নদের রুখে দিয়ে তারা লিগ ওয়ানে টিকে থাকা নিশ্চিত করেছে। ৩৭ ম‍্যাচে ৮৫ পয়েন্ট নিয়ে শীর্ষে পিএসজি এবং চার পয়েন্ট ব্যবধানে দুইয়ে অবস্থান লেন্সের।