বিশ্বকাপের সূচি প্রকাশ কবে, জানাল বিসিসিআই

Looks like you've blocked notifications!
আইসিসি ওয়ানডে বিশ্বকাপ। ছবি : এএফপি

আইসিসি ওয়ানডে বিশ্বকাপ মাঠে গড়াতে পাঁচ মাসেরও কম সময় বাকি। এখনও আনুষ্ঠানিক সূচি প্রকাশ করেনি আইসিসি। সূচি প্রকাশের অপেক্ষায় অংশগ্রহণকারী দলগুলো। সূচি চূড়ান্তের কাজ অনেকটাই এগিয়েছে, কদিনের মধ্যেই চূড়ান্ত সূচি ঘোষণা করবে আয়োজক ভারত।

গতকাল শনিবার (২৭ মে) ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, আগামী ৭ জুন থেকে লন্ডনের ওভালে শুরু হবে ভারত-অস্ট্রেলিয়ার মধ্যকার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। এই ম্যাচ চলাকালীন প্রকাশিত হবে বিশ্বকাপের সূচি। প্রতিবেদনে আরও বলা হয়, ইতোমধ্যে বিশ্বকাপের জন্য অন্তত ১২টি ভেন্যু বাছাই করেছে বিসিসিআই। ১২ ভেন্যুর নানান দিক দেখে এই তালিকা পাঠানো হবে আইসিসির কাছে। এমনটাই জানিয়েছেন বিসিসিআই সেক্রেটারি জয় শাহ।

আগামী অক্টোবরে ১০ দলের ওয়ানডে বিশ্বকাপ শুরু হবে, যা চলবে ১৯ নভেম্বর পর্যন্ত। নিয়ম অনুযায়ী, লিগ পর্বে প্রতিটি দল একে অন্যের বিপক্ষে খেলবে। সেরা চার দলকে নিয়ে হবে সেমি ফাইনাল এবং পরে ফাইনাল। ভেন্যুর তালিকায় আছে আহমেদাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, দিল্লি, ধর্মশালা, গৌহাটি, হায়দরাবাদ, কলকাতা, লখনৌ, ইন্দোর, রাজকোট, মুম্বাই ও ত্রিবান্দাম।

এদিকে, আজ রোববার (২৮ মে) আহমেদাবাদে আইপিএলের ফাইনালে এশিয়া কাপের ভেন্যু কোথায় হতে পারে, সেই বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে। যদিও পাকিস্তানের হাইব্রিড মডেলে এশিয়া কাপ খেলতে নারাজ অংশগ্রহণকারী দলগুলো। তাই শেষমেশ কোথায় অনুষ্ঠিত হবে এশিয়া কাপ, সেটাই এখন দেখার বিষয়।