বর্ষসেরার জোড়া পুরস্কার পেলেন লিটন

Looks like you've blocked notifications!
বর্ষসেরা ক্রিকেটার ও বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার হাতে লিটন। ছবি : লিটন দাসের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে

বাংলাদেশের ক্রিকেটে এই মুহূর্তে লিটন দাস এক ভরসার নাম। গত এক বছরে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন এই ব্যাটার। যতক্ষণ ক্রিজে থাকেন, ব্যাটিংশৈলীতে মুগ্ধ হয় সবাই। চলতি আইপিএলেও সুযোগ পেয়েছিলেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে। একটির বেশি ম্যাচ খেলতে পারেননি। পারিবারিক কারণে ফিরে আসেন দেশে। তবে এবার সুখবর পেলেন লিটন। বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতির (বিএসপিএ) বর্সসেরা ক্রিকেটার ও বর্ষসেরা ক্রীড়াবিদ নির্বাচিত হয়েছেন তিনি। 

দেশের অন্যতম পুরোনো এই ক্রীড়া সংস্থাটির পুরস্কার প্রদান অনুষ্ঠান ছিল আজ রোববার (২৮ মে)। বছরজুড়ে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে অবদান রাখা খেলোয়াড়, কোচ, সংগঠকদের পুরস্কৃত করে থাকে বিএসপিএ। আজ বিকেলে রাজধানীর একটি হোটেল সোনারগাঁওতে ২০২২ সালে ক্রীড়াঙ্গনে অবদান রাখাদের হাতে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার তুলে দেয় সংস্থাটি।

যেখানে লিটন দাসকে বর্ষসেরা পুরুষ ক্রিকেটারের পাশাপাশি বর্ষসেরা ক্রীড়াবিদ ঘোষণা করা হয়। সেখানে লিটন পেছনে ফেলেন বাকি দুই প্রতিদ্বন্দ্বী বর্ষসেরা ফুটবলার সাবিনা খাতুন ও বর্ষসেরা আর্চার নাসরিন আক্তারকে।

পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত লিটন বলেন, “বর্ষসেরা ক্রিকেটার ও ক্রীড়াবিদ হতে পেরে সম্মানিত বোধ করছি। এমন পুরস্কার পাওয়া ভাগ্যের ব্যাপার। তবে, আমার অসাধারণ টিমমেট ও সমর্থকদের ছাড়া আমার একার পক্ষে এটি অর্জন করা সম্ভব ছিল না। আমি আবারও এখানে আসতে চাই। আরও পুরস্কার জিততে চাই।”

বছরজুড়ে দেশের ক্রিকেটে ভক্তদের দারুণ সব ইনিংস ও মুহূর্ত উপহার দেওয়া লিটনের যোগ্য হাতেই শোভা পেয়েছে পুরস্কারটি।