ফাইনালে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত চেন্নাইয়ের

Looks like you've blocked notifications!
ছবি : আইপিএল

বৃষ্টির বাগড়ায় গতকাল রোববার (২৮ মে) খেলাই হয়নি। আইপিএলের ১৬তম আসরের ফাইনাল গড়ায় রিজার্ভ ডেতে। এটিই প্রথম কোনো আইপিএলের ফাইনাল যা গড়িয়েছে রিজার্ভ ডেতে।

সেখানে আজ সোমবার (২৯ মে) মুখোমুখি হয়েছে বর্তমান চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স ও চারবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনালে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে চেন্নাই।

চলতি আসরে শুরু থেকেই দুর্দান্ত ছন্দে ছিল দুই দল। আসরের উদ্বোধনী ম্যাচটিও হয়েছিল গুজরাট ও চেন্নাইয়ের মধ্যে। সেখানে চেন্নাইকে হারায় গুজরাট। প্রথম কোয়ালিফায়ারে গুজরাটকে হারিয়ে প্রথম দল হিসেবে ফাইনালে উঠে শোধ নেয় চেন্নাই। এলিমিনেটর পর্বে মুম্বাইকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় গুজরাট।

মহেন্দ্র সিং ধোনির সম্ভাব্য শেষ আইপিএল এটি। তার জন্য হলেও চেন্নাই চায় শিরোপা জিততে। সবচেয়ে বেশি ১০ বার ফাইনালে উঠেছে চেন্নাই। গুজরাট গতবার প্রথম অংশ নিয়েই তাক লাগিয়ে দেয় শিরোপা জিতে। তাদের লক্ষ্য টানা দ্বিতীয় শিরোপা জিতে টাইটেল ধরে রাখা। আর চেন্নাই চায় ২০২১ এর পর আবারও আইপিএল টাইটেল পুনরুদ্ধার করতে।