আবারও বৃষ্টিতে বন্ধ আইপিএলের ফাইনাল

Looks like you've blocked notifications!
বৃষ্টির কারণে বন্ধ আছে খেলা। ছবি : আইপিএল

বৃষ্টিতে পণ্ড হয়ে গিয়েছিল আইপিএল ফাইনালের প্রথম দিন। রিজার্ভ ডেতে আজ সোমবার (২৯ মে) মাঠে সময়মতোই শুরু হয় ম্যাচ। টস জিতে গুজরাট টাইটান্সকে ব্যাটিংয়ে পাঠান চেন্নাই সুপার কিংস অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। নির্ধারিত ২০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ২১৪ রান করে হার্দিক পান্ডিয়ার গুজরাট।

জবাব দিতে নেমে চেন্নাই ৩ বলে ৪ রান তোলার পরপরই আবারও বেরসিক বৃষ্টির হানা। অবশ্য, আবহাওয়ার পূর্বাভাস এমনই ছিল। ভারতীয় আবহাওয়া অফিসের সূত্র বলেছিল, খেলার মাঝামাঝি সময়ে সামান্য বৃষ্টি হতে পারে। যদিও তা খুব বেশি প্রভাব ফেলবে না ম‍্যাচে। সংশ্লিষ্ট সকলেই আশা করছেন আজ পুরো ২০ ওভারই খেলা হবে।

মিলে গেছে শঙ্কা। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বৃষ্টি আঘাত হানলো চেন্নাইয়ের ইনিংসের প্রথম ওভারেই।