স্টেডিয়ামে খেলার সময় বজ্রাঘাতে ক্রিকেটারের মৃত্যু

Looks like you've blocked notifications!
নিহত ক্রিকেটারের মরদেহ দেখতে গোপালগঞ্জ হাসপাতালে স্থানীয় প্রশাসনের নেতৃবৃন্দ। ছবি : এনটিভি

গোপালগঞ্জ শেখ কামাল ক্রিকেট স্টেডিয়ামে ক্রিকেট খেলার সময় বজ্রাঘাতে এক ক্রিকেটারের মৃত্যু হয়েছে। আজ বুধবার (৩১ মে) দুপুরে ঢাকার ধানমণ্ডি ফ্রেন্ডস ক্রিকেট একাডেমি ও গোপালগঞ্জ আবাহনী ক্রিকেট একাডেমির মধ্যে খেলার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তামজিদ আহমেদ (২০) নামে ওই ক্রিকেটার ঢাকার ধানমণ্ডির ফ্রেন্ডস ক্রিকেট একাডেমির খেলোয়াড়। তিনি টাঙ্গাইল জেলার ভূয়াপুর উপজেলার নিকলাকোদিম গ্রামের ইমাম আলীর ছেলে।

আজ বুধবার (৩১ মে) দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে গোপালগঞ্জ জেলা শহরের শেখ কামাল ক্রিকেট স্টেডিয়ামে খেলার সময় হঠাৎ বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে তিনি মারাত্মক আহত হয়। শঙ্কটাপন্ন অবস্থায় তাঁকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকার ধানমণ্ডির ফ্রেন্ডস ক্রিকেট একাডেমির সহকারী কোচ রাশেদুল ইসলাম জানান, গোপালগঞ্জ জেলা শহরের শেখ কামাল ক্রিকেট স্টেডিয়ামে তিন দিনের একটি প্রীতি ম্যাচের দ্বিতীয় দিনে গোপালগঞ্জ আবাহনী ক্রিকেট একাডেমির সাথে তার দল ঢাকার ধানমণ্ডির ফ্রেন্ডস ক্রিকেট একাডেমির খেলা চলছিল। এসময় তামজিদ ফিল্ডিং করার সময় বজ্রপাত ঘটে।

এ ঘটনার খবর পেয়ে গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ জোবায়ের আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার লুৎফুল কবির চন্দন, নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফ হোসেন, গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মো. জাবেদ মাসুদ, গোপালগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক আলী নাঈম খান জিমিসহ ক্রীড়াঙ্গনের লোকজন হাসপাতালে ছুটে যান।

প্রত্যক্ষদর্শী গোপালগঞ্জ আবাহনী ক্রিকেট একাডেমির খেলোয়াড় লিপ্টন শিকদার জানান, ক্রিকেট খেলার সময় আমি এই প্রীতি ম্যাচে আবাহনী একাডেমির পক্ষে ব্যাটিং করছিলাম। তখন আমার  সামনেই মাত্র ৩০ গজ দূরে ফ্রেন্ডস ক্রিকেট একাডেমির ওই খেলোয়াড়  তামজিদ ফিল্ডিং করছিলেন। এ সময় হঠাৎ করে বৃষ্টি শুরু হয়। এরপরে বজ্রপাত হলে তামজিদ মৃত্যুর কোলে ঢলে পড়েন।

নিহত ক্রিকেটার তামজিদের চাচা ওসমান গনি এনটিভি অনলাইনকে জানান, তামজিদ টাঙ্গাইলের ভূয়াপুর প্রিন্সিপাল ইব্রাহিম খাঁ সরকারি কলেজের বিএসসি প্রথম বর্ষে ছাত্র। সে গত এক সপ্তাহ আগে ঢাকার ধানমণ্ডি ফ্রেন্ডস ক্রিকেট একাডেমিতে গিয়েছিল। লেখাপড়ার পাশাপাশি ক্রিকেটের প্রতি তার আগ্রহ ছিল প্রবল। তাই সে মাঝেমধ্যেই ঢাকায় যেত। লাশটি বিনা ময়নাতদন্তে আনার জন্য আমার ছোট ভাই নুরুজ্জামান গোপালগঞ্জে অবস্থান করছে।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মো. জাবেদ মাসুদ এনটিভি অনলাইনকে জানিয়েছেন, নিহত ক্রিকেটারের মরদেহ গোপালগঞ্জ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। লাশটি বিনা ময়নাতদন্তে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।